National

মুখ লোকানোর জায়গা খুঁজছে কানপুর পুলিশ!

প্রকাশ্য দিবালোকে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এক পুলিশ আধিকারিক। তবে সোজা নয়, সাপের মত। এঁকে বেঁকে। দু’পা এগিয়েই উল্টে পড়ে যাচ্ছেন রাস্তায়। লোকজন তাঁকে সাহায্য করতে এগিয়ে এলে সরিয়ে দিচ্ছেন। তারপর ফের অনেক কষ্টে উঠে এগোনোর চেষ্টা করছেন। মদের নেশায় চূর এমনই এক এএসআই পদমর্যাদার পুলিশ আধিকারিককে ঘিরে ছিছি পড়ে গেছে উত্তরপ্রদেশের কানপুরে। রাম কুমার সিং নামে এক পুলিশ আধিকারিকের ডিউটি আওয়ারে পুলিশের উর্দি পরে এমন মদ্যপ অবস্থায় রাস্তায় হাঁটা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। পুলিশের এহেন কীর্তি দেখে গোটা কানপুর ছিছি করছে। মুখ পুড়ছে গোটা উত্তরপ্রদেশ পুলিশের। এমনকি বারবার পুলিশ প্রশাসন নিয়ে প্রশ্নের মুখে পড়া অখিলেশ সরকারও এই ঘটনার বিরোধীদের তোপের মুখে পড়েছে। সামনের বছর উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। তার আগে তারই পুলিশের এমন আচরণে মুখ লোকানোর জায়গা পাচ্ছে না অখিলেশ সরকার।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button