মা কালীর মতো জিভ দেখাতে গলায় ফাঁস, শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু নাবালকের

টিভিতে মা কালীর অনুষ্ঠান দেখতে ভারী ভাল লাগত ৯ বছরের রঞ্জনের। বোন আর বাকি বাচ্চারা চেয়েছিল মা কালীর মতো সেও লম্বা জিভ বার করে তার অলৌকিক ক্ষমতা দেখাক। তাই আগাপিছু না ভেবে শিশুমন খেলার ছলে নিয়ে ফেলে দুঃসাহসিক পদক্ষেপ। গলায় কাপড়ের ফাঁস দিয়ে বিশাল লম্বা জিভ বার করে বোন ও বাকিদের সামনে কেরামতি দেখাতে যায় রঞ্জন। এই ভয়ংকর খেলার মাশুল শেষ পর্যন্ত তাকে দিতে হয় নিজের প্রাণ দিয়ে।
টেলিভিশনে প্রিয় ধারাবাহিকের চরিত্রের অনুকরণ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল ৯ বছরের এক নাবালকের। উত্তরপ্রদেশের লখনউয়ের প্রেমনগর এলাকায় নাবালক রঞ্জনের মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসে গত বৃহস্পতিবার। পুলিশ সূত্রের খবর, গত মঙ্গলবার রাতে মা কালীর একটি অনুষ্ঠান দেখছিল রঞ্জন, তার ছোট বোন ও আরও কয়েকজন শিশু। তাদের আবদার মেটাতে গিয়ে চরম পরিণতি হয় রঞ্জনের। আশঙ্কাজনক অবস্থায় রঞ্জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। নাবালকের করুণ মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।