National

গণধর্ষণের পর নির্যাতিতার দেহ আবর্জনার স্তূপে ফেলে পালাল ৫ কিশোর

শীতের মরশুমে ঘন কুয়াশায় মুখ ঢেকেছে দিল্লি। কুয়াশার থেকেও যেন বেশি জমাট বেঁধেছে রাতের অন্ধকারে নারীকে ধর্ষণের আতঙ্ক। নির্ভয়ার পরে শালিমারবাগ হয়ে সেই আতঙ্ক এবারে ফিরে এল জাহাঙ্গীরপুরীতে। নির্ভয়াকাণ্ডের ৫ বছর পূর্তির কদিনের ব্যবধানে তরুণীকে গণধর্ষণ করে আবর্জনাস্তূপের পাশে ফেলে রাখার ঘটনা ঘটল সেই দিল্লিতেই।

নির্যাতিতার পরিবারের দাবি, অভিযুক্তেরা জাহাঙ্গীরপুরী পুরসভায় আবর্জনা ফেলার কাজ করে। পুলিশ জানিয়েছে, গত বুধবার রাতে ঐ তরুণীকে ৫ জন তুলে নিয়ে যায় জাহাঙ্গীরপুরীর একটি নির্জন জায়গায়। ৫ জনের প্রত্যেকেই কিশোর এবং ওই তরুণীর পূর্বপরিচিত।

অভিযোগ, বুধবার রাতে ফাঁকা জায়গায় ভয় দেখিয়ে ৫ কিশোর মিলে তরুণীর উপর পাশবিক যৌন অত্যাচার চালায়। পরে ঐ তরুণীকে একটা আবর্জনাস্তূপের ধারে ফেলে দিয়ে দুষ্কৃতিরা চম্পট দেয়। কারোর কাছে মুখ খুললে প্রাণে মেরে ফেলার হুমকিও তাঁকে দেওয়া হয় বলে দাবি তরুণীর। বৃহস্পতিবার বিকেলে ঘটনার কথা প্রকাশ্যে এলে উত্তেজনা ছড়ায় জাহাঙ্গীরপুরী অঞ্চলে। তরুণীর বয়ানের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button