National

জয়ললিতার কেন্দ্র হাড্ডাহাড্ডি লড়াই

তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার আসন আরকে নগরে বৃহস্পতিবার হল উপনির্বাচন। জয়ললিতার মৃত্যুর পর গত ১ বছর ধরে খালি পড়ে আছে আসনটি। এদিন সেই আরকে নগরে সকাল থেকেই ছিল ভোটদানে প্রবল উৎসাহ। ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে ছিল ভোটারদের লাইন।

এআইএডিএমকে-র বিদ্রোহী নেতা টিটিভি দিনাকরণ ভোটের আগেই একটি ভিডিও সামনে এনেছেন। যাতে দেখা গেছে জয়ললিতা হাসপাতালের বেডে বেশ সুস্থ অবস্থায় আধশোয়া হয়ে খাবার খাচ্ছেন। টিভি দেখছেন। এককথায় তিনি যে সুস্থ হয়ে উঠছিলেন তার প্রমাণ ওই ভিডিও। কিন্তু তারপরই গত বছর ৫ ডিসেম্বর আচমকা হৃদরোগে আক্রান্ত হন জয়ললিতা। যেখান থেকে তাঁকে আর ফেরাতে পারেননি চিকিৎসকেরা। সেই ভিডিওকে এবার অস্ত্র করেছে বিদ্রোহী শিবির।

আবার এদিনই ডিএমকে নেতা এ রাজা ২জি স্পেকট্রাম দুর্নীতি থেকে বেকসুর খালাস হয়েছেন। বেকসুর খালাস হয়েছেন ডিএমকে নেতা করুণানিধির কন্যা কানিমোঝিও। ফলে সেটাও এই ভোটে ফ্যাক্টর হতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞেরা। এখন মানুষ সবদিক ভেবে কাকে জয়ী করেন তার জন্য অপেক্ষা করতে হবে আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *