National

দেশবাসীর কাছে ক্ষমা চাক বিজেপি, কড়া সুরে দাবি কপিল সিব্বলের


আদালতের রায়েই সব পরিস্কার হয়ে গেল। কোনও দুর্নীতি হয়নি। দেশের রাজকোষেরও কোনও ক্ষতি হয়নি। তাই তৎকালীন কম্পট্রোলার এণ্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া বিনোদ রাই ও বিজেপির উচিত ক্ষমা চাওয়া। এদিন ২জি স্পেকট্রাম বণ্টন দুর্নীতি মামলায় সকল অভিযুক্তকে দিল্লির বিশেষ সিবিআই আদালত বেকসুর খালাস করার পর এমনই দাবি করলেন কপিল সিব্বল।


প্রসঙ্গত বিনোদ রাইয়ের একটি রিপোর্টকে সামনে রেখেই ২জি নিয়ে সে সময়ে সুর চড়ায় বিরোধী আসনে থাকা বিজেপি। ক্যাগ রিপোর্টে বিনোদ রাই হিসেব কষে দেখান ২০০৮ সালে যখন স্পেকট্রাম বণ্টন হয় তখন সেই বণ্টনের জেরে দেশের রাজকোষের ১ লক্ষ ৭৬ হাজার কোটি টাকার ক্ষতি হয়। সেই তথ্যকে হাতিয়ার করে কংগ্রেসকে কোণঠাসা করে ফেলে বিজেপি। তদন্তের দাবিতে সোচ্চার হন বিজেপি নেতারা। বিরোধী ঝড়ে তোলপাড় হতে থাকে সংসদ।


এদিন সেই প্রসঙ্গে টেনে কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা দাবি করেন নরেন্দ্র মোদী, অরুণ জেটলি ও বিনোদ রাইয়ের সেদিনের মিলিত ষড়যন্ত্র ছিল ২জি স্পেকট্রাম বণ্টন নিয়ে দুর্নীতির অভিযোগ তোলা। সেই পর্দাফাঁস এদিন হয়ে গেছে। সত্য সামনে এসে পড়েছে। বিজেপিকে তুলোধোনার সুযোগ এদিন কোনও কংগ্রেস নেতাই হাতছাড়া করেননি।




Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *