National

কারা পেলেন বেকসুর খালাস, এক ঝলকে

২জি দুর্নীতি মামলা থেকে রেহাই পেলেন এ রাজা, কানিমোঝি সহ ১৭ জন। এছাড়া ৩টি সংস্থাও রেহাই পেয়েছে। রেহাই দিল সিবিআই বিশেষ আদালত। একবার দেখে নেওয়া যাক কারা কারা এদিন বেকসুর খালাস পেলেন। প্রথমেই নাম রয়েছে প্রাক্তন টেলিকমমন্ত্রী এ রাজার। রয়েছেন ডিএমকে নেতা করুণানিধির মেয়ে কানিমোঝি। রয়েছেন তৎকালীন টেলিকম সচিব সিদ্ধার্থ বেহুরা ও এ রাজার ব্যক্তিগত সচিব একে চান্দোলা।

এছাড়া রয়েছেন বেশ কয়েকজন শিল্পপতি ও শিল্প সংস্থার কর্তারা। যাঁদের মধ্যে রয়েছেন, কালাইগনার টিভি-র ম্যানেজিং ডিরেক্টর সারথ কুমার, ডিবি গ্রুপের শাহিদ বালওয়া, ইউনিটেকের সঞ্জয় চন্দ্র, এসার গ্রুপের বিকাশ সরাফ, অংশুমান রুজা ও রবি রুইয়া। অনিল আম্বানির রিলায়েন্স টেলিকমের সুরেন্দ্র পিপারা, গৌতম দোশি এবং হরি নায়ার। এছাড়া রয়েছে লুপ টেলিকমের আইপি খৈতান ও কিরণ খৈতান-এর নাম।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

২জি দুর্নীতি মামলায় ৩টি সংস্থাও এদিন বেকসুর খালাস পেয়েছে। যেগুলি হল, রিলায়েন্স টেলিকম লিমিটেড, সোয়ান টেলিকম প্রাইভেট লিমিটেড এবং ইউনিটেক ওয়্যারলেস লিমিটেড।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *