National

প্রথম দফার নির্বাচন, গুজরাটের বুথে বুথে ভোটারদের লম্বা লাইন


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটে শনিবার প্রথম দফার বিধানসভা নির্বাচন। ১৮২টি আসনের মধ্যে ৮৯টি আসনে এদিন ভোটগ্রহণ হচ্ছে। ১৯ জেলা জুড়ে বিভিন্ন আসনে ভোট দান চলছে চরম উৎসাহে। সকাল থেকেই বিভিন্ন বুথে লম্বা লাইন পড়ে। গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি সহ ৯৭৭ জন প্রার্থীর এদিন ভাগ্য নির্ধারণ। মোট ভোটার সংখ্যা ২ কোটি ১২ লক্ষ ৩১ হাজারের কিছু বেশি। এদিন মূলত গুজরাটের দক্ষিণ ও পশ্চিম ভাগে ভোটগ্রহণপর্ব চলছে। সকাল ৭টা থেকেই বুথের দরজা খুলে যায়।


গুজরাটে বিজেপির জমি ধরে রাখতে দীর্ঘদিন ধরে সেখানে ভোটের প্রচারে সময় দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী। অন্যদিকে গুজরাটকে সামনে রেখে কংগ্রেস চাইছে ঘুরে দাঁড়ানোর লড়াই লড়তে। ফলে রাহুল গান্ধীও গুজরাট চষে ফেলেছেন এই ক’দিনে। এদিন প্রথম দফার ভোটে পাতিদারদের সংখ্যাধিক্য। যারা কার্যত কংগ্রেসের পাশে থাকছে এবারের ভোটে। এদিন ভোট শুরুর পর থেকে মানুষের মধ্যে ভোটদানে উৎসাহ নজরে পড়েছে। কোনও অশান্তির খবর মেলেনি। গুজরাটের দ্বিতীয় ও শেষ দফার নির্বাচন আগামী ১৪ ডিসেম্বর। ফলাফল ১৮ ডিসেম্বর।


(ছবি – সৌজন্যে – ফেসবুক)




Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *