National

ওখির তাণ্ডব দক্ষিণ ভারতে

তামিলনাড়ু, কেরালার দিকে প্রবল গতিতে ধেয়ে আসছে সাইক্লোন ‘ওখি’। ভারতীয় ভূখণ্ডের একদম দক্ষিণভাগের ওপর দিয়ে এই সাইক্লোনের লাক্ষাদ্বীপের দিকে চলে যাওয়ার কথা। তাই লাক্ষাদ্বীপেও সতর্কতা জারি করা হয়েছে। তার আগে কন্যাকুমারী, থুথুকুড়ি, তিরুনেলভেলির মত তামিলনাড়ুর দক্ষিণ প্রান্তের জেলাগুলিতে প্রবল ঝড় বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সেইসঙ্গে তামিলনাড়ুর সর্বত্রই ঝোড়ো হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সতর্কতা জারি হয়েছে কেরালার জন্যও।

দেশের দক্ষিণ প্রান্তের এই দুই রাজ্যের বেশ কিছু এলাকার স্কুল, কলেজ বৃহস্পতিবার থেকেই বন্ধ রাখা হয়েছে। তৈরি রাখা হয়েছে উদ্ধারকারী দলকে। বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট নিম্নচাপটি ঘনীভূত হয়ে সাইক্লোনের আকার নিয়েছে। এবার শক্তি বাড়িয়ে তা স্থলভূমিতে আছড়ে পড়ার কথা। ইতিমধ্যেই তামিলনাড়ু ও কেরালা জুড়ে বৃষ্টি হচ্ছে। কিছুদিন আগেই বানভাসি পরিস্থিতি সামলে স্বাভাবিক হয়েছে চেন্নাই। গত বুধবার রাত থেকে ‘ওখি’-র প্রভাবে সেখানে বৃষ্টি শুরু হয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া। দক্ষিণ প্রান্তের জেলাগুলির অনেক জায়গায় বৃহস্পতিবার সকাল থেকেই প্রবল ঝোড়ো হাওয়া চলছে। হাওয়ায় ভেঙে পড়েছে বহু গাছ। সেইসঙ্গে বিদ্যুতের খুঁটি উপড়ে অনেক জায়গা বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *