National

পদ্মাবতী ‘ঘুমর’ নেচে বিতর্কে মুলায়মের পুত্রবধূ


পদ্মাবতী সিনেমাকে কেন্দ্র করে বিতর্কের কেন্দ্রে যে দু-একটি বিষয় রয়েছে তার একটি অবশ্যই রানি পদ্মাবতীর ঘুমর নাচ। বিক্ষোভকারীদের দাবি, রাজপুত রানিরা অন্যের সামনে কখনও নাচতেন না। কিন্তু এই সিনেমায় রানি পদ্মাবতীর ভূমিকায় অভিনয় করা দীপিকা পাড়ুকোনকে দেখা গেছে অনেকের সঙ্গে, অনেকের সামনে ঘুমর নাচতে। সে দৃশ্য ইতিমধ্যেই সিনেমার প্রকাশিত ট্রেলারে দেখতে‌ পাওয়া গেছে। সেই ঘুমর নাচই এবার নাচলেন মুলায়ম সিং যাদবের পুত্রবধূ অপর্ণা যাদব। দীপিকা সিনেমায় যে গানের সঙ্গে নেচেছেন সেই নাচ লখনউয়ের পাঁচতারা হোটেলে ভাই অমন বিস্তয়ের বাগদানের অনুষ্ঠানে অপর্ণা যাদবকে নাচতে দেখা যায়। পোশাকও ছিল দীপিকার মতই। সেই নাচের ভিডিও এখন সোশ্যাল সাইটে ভাইরাল।


পদ্মাবতী বিতর্ক নিয়ে যখন সরগরম গোটা দেশ, সেইসময়ে অপর্ণা যাদবের এই নাচকে ভাল চোখে দেখছে না করণী সেনা। সংগঠনের তরফে তোপ দেগে বলা হয়েছে, অপর্ণা নিজে রাজপুত হয়েও প্রকাশ্যে এভাবে নেচে রাজপুত ভাবাবেগে আঘাত করেছেন। ফলে চলতে থাকা বিতর্কে অপর্ণা যাদবের নাচ যে ঘৃতাহুতি দিল তা বলাই বাহুল্য।


Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *