National

হরিণ শাবককে স্তন্যপান করাচ্ছেন মানুষ মা, অনন্য নজির মহিলার


বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। তবে রাজস্থানের এক বিশেষ সম্প্রদায়ের মহিলাদের কোলে বন্য প্রাণিদেরকেও ভারী সুন্দর মানায়। আসলে মা তো মা-ই হয়। সন্তান স্নেহে সকলকে বুকে টেনে নেওয়াই মায়ের ধর্ম। তা সে মানব শিশু হোক বা মাতৃহারা হরিণ শিশু। মাতৃহারা অনাথ হরিণ শিশুদের স্তন্যপান করিয়ে মানুষ করার অদ্ভুত নজির গড়েছেন রাজস্থানের বিষ্ণোই সম্প্রদায়ের এক মহিলা। হরিণ শাবককে তাঁর স্তন্যপান করানোর ছবি দ্রুত ক্যামেরাবন্দি করে নেন বিখ্যাত শেফ বিকাশ খান্না। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করা মাত্রই বাকরুদ্ধ হয়ে যায় গোটা দুনিয়া। যে যুগে অনেক সময় একজন মা তাঁর নিজের সন্তানকে হত্যা করতেও পিছপা হননা, সেখানে মাতৃত্বের এমন অবিশ্বাস্য নজিরে চমকিত নেটিজেন। ছবিটিকে অজস্র প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাঁরা।


ছবিতে লেহেঙ্গা চোলি পরিহিত এক বিষ্ণোই মহিলাকে সযত্নে ছোট্ট একটি হরিণ ছানাকে স্তন্যপান করাতে দেখা যাচ্ছে। শুধুমাত্র ওই হরিণ শিশুটিকেই নয়, এরকম অনেক অনাথ হরিণ শাবককে স্তন্যপান করিয়ে লালন পালন করেন ওই মহিলা। বন্য প্রাণিদের সঙ্গে এই হৃদ্যতার সম্পর্ক রাজস্থানের জোধপুরের এই অখ্যাত গ্রামে অবশ্য নতুন কিছু নয়। প্রকৃতির সন্তানদেরকে দেখাশোনা করা, তাদের রক্ষা করার জন্য নিজেদের সব শক্তি এক করে দেন বিষ্ণোই সম্প্রদায়ের মানুষ। যদি কেউ তাঁদের সন্তানদের ক্ষতি করার চেষ্টা করে, তার বিরুদ্ধে বিচার চেয়ে আদালত পর্যন্ত যেতে পিছপা হন না এই সম্প্রদায়ের মানুষজন। অভিযুক্ত সেলেব্রিটি হলেও তাঁকে তাঁর অন্যায়ের প্রাপ্য শাস্তি দেওয়ানোর চেষ্টায় লড়াই চালিয়ে যান বিষ্ণোইরা।


(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম – বিকাশ খান্না গ্রুপ)




Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *