National

লখনউতে বাঙালি আইআইএম ছাত্রের অস্বাভাবিক মৃত্যু


লখনউতে হস্টেলের ঘর থেকে উদ্ধার হল সোহম মুখোপাধ্যায় নামে এক ছাত্রের ঝুলন্ত দেহ। লখনউয়ের ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্টের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন তিনি। আইআইএমের ক্যাম্পাসের হস্টেল থেকে বৃহস্পতিবার তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। দক্ষিণ কলকাতার লেক গার্ডেনসের বাসিন্দা ২৫ বছর বয়সী এই যুবক ইঞ্জিনিয়ারিং পাশ করার পর একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। সেই সংস্থার কর্মচারিদের সঙ্গে কথা বলে সোহম সম্পর্কে খোঁজখবর শুরু করেছে লখনউ পুলিশ। পাশাপাশি সোহমের সহপাঠীদের সঙ্গে কথা বলে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে।


বছর দুই আগে আইআইএমে ভর্তি হন সোহম। পড়াশোনায় খুবই ভাল ছিলেন উচ্চাকাঙ্ক্ষী ওই ছাত্র। ইদানিং তাঁর মধ্যে অস্বাভাবিক হাবভাব লক্ষ করা যাচ্ছিল বলে তাঁর বন্ধুদের দাবি। ১২ নভেম্বর থেকে সোহম ক্লাসে যাচ্ছিলেন না বলে জানা গেছে। পুলিশের প্রাথমিক অনুমান, মানসিক অবসাদ থেকে সম্ভবত আত্মঘাতী হয়েছেন সোহম। কিন্তু মৃত ছাত্রের ঘর থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। তাই সোহমের মৃত্যুর কারণ নিয়ে রহস্য দানা বেঁধেছে। হস্টেল থেকে উদ্ধার হওয়া সোহমের ল্যাপটপ ও মোবাইল তদন্তের স্বার্থে খতিয়ে দেখছে পুলিশ। সোহমের মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *