National

প্রতিবেশির যৌন লালসার শিকার ১৮ মাসের শিশু


প্রতিবেশির যৌন লালসার শিকার হল ১৮ মাসের কন্যা সন্তান। ঘটনাটি ঘটেছে গত সোমবার, দিল্লির শাহপুর জাট এলাকায়। শিশুটির বাবা ওই প্রতিবেশির বিরুদ্ধে অভিযোগ আনলে পুলিশ তাকে গ্রেফতার করে।


পুলিশ সূত্রের খবর, শিশুটির বাবা ও অভিযুক্ত ব্যক্তি একই বেসরকারি সিকিউরিটি ফার্মে কাজ করেন। শিফটের অদলবদল হয় রোজই। ঘটনার দিন, শিশুটির বাবার সকালে ডিউটি থাকায় তিনি কাজে বেড়িয়ে যান। অভিযুক্ত ব্যক্তি নাইট ডিউটি সেরে সকালে বাড়ি ফেরে। বাচ্চাটিকে ওই প্রতিবেশির হেফাজতে রেখে বাড়ির অন্যান্য সদস্যরাও চাকরি সূত্রে বাইরে যান। অভিযোগ, সেই সুযোগ নিয়েই হামাগুড়ি দেওয়া বাচ্চাটির উপর যৌন নির্যাতন চালায় সে। গত সোমবার রাতে কাজ সেরে বাড়ি ফিরলে বাচ্চাটির মা দেখেন তাঁর সন্তান তারস্বরে কাঁদছে। এমনকি তাঁর যৌনাঙ্গ থেকে রক্ত পড়ছে। তারপরেই শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। তারপরই পুলিশে অভিযোগ জানায় শিশুটির পরিবার।





Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *