National

আগুনের গ্রাসে কোটি টাকার স্টুডিও

এক বড়সড় অগ্নিকাণ্ডের সাক্ষী হল হায়দরাবাদের বানজারা হিলসের অন্নপূর্ণা স্টুডিও। ১৯৭৫ সালে তৈরি এই স্টুডিওয় সোমবার সন্ধে সাড়ে ৬ টা নাগাদ আগুন লাগে। মুহুর্তের মধ্যে ২২ একর এলাকায় ছড়িয়ে পড়ে আগুন। ৪টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে সেই সময় ঘটনাস্থলে কেউ না থাকায় হতাহতের কোনও খবর নেই।

আগুনে পুড়ে ছাই হয়ে গেছে কাঠের তৈরি দুটি তেলেগু ফিল্মের সেট। সেগুলি ‘মানাম’ ও চিরঞ্জীবী অভিনীত ‘সই রা নরসিমহা রেড্ডি’ ফিল্মের সেট ছিল। আগুন লাগার কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। হতাহতের ঘটনা না ঘটলেও প্রচুর আর্থিক ক্ষতি হয়েছে।

Show More

Leave a Reply

Your email address will not be published.