National

সাড়ম্বরে পালিত সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী


দিল্লিতে সাড়ম্বরে পালিত হল সর্দার বল্লভভাই প্যাটেলের ১৪২ তম জন্মবার্ষিকী। এই দিনটিকে সামনে রেখে পালিত হচ্ছে রাষ্ট্রীয় একতা দিবস। মঙ্গলবার সকালে এই উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আয়োজিত হয় দিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে। উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সহ বহু বিশিষ্টজন। সর্দার প্যাটেলের অবদানের কথা এদিন তুলে ধরেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।


সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিবসকে কেন্দ্র করে আয়োজিত হয় ‘রান ফর ইউনিটি’। একতার জন্য এই দৌড়ে অংশ নেন দীপা কর্মকার, সুরেশ রায়না, সর্দার সিং-সহ বহু ক্রীড়াব্যক্তিত্ব। ছিলেন সিআরপিএফ জওয়ানরাও।





Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *