National

এ গ্রামে টিউবওয়েল পাম্প করলে জল নয় বেরিয়ে আসছে অন্য কিছু, বেরিয়েই লাফাচ্ছে

এমন দৃশ্য কেউ কখনও দেখেননি। গ্রামে জলের অন্যতম উৎস টিউবওয়েল পাম্প করলে সেখান থেকে প্রয়োজনীয় জল বার হচ্ছেনা। বরং বার হচ্ছে অন্য কিছু। বেরিয়েই লাফাচ্ছে।

টিউবওয়েলে পাম্প করলে তা থেকে জল বার হয়। যত জোরে লম্বা হ্যান্ডলটিতে চাপ দেওয়া যায়, ততই বেশি করে জল বেরিয়ে আসে। মাটির তলা থেকে উঠে আসা এই জল পানীয় জল থেকে শুরু করে রান্নাবান্না, কাপড় কাচা, স্নান করা, বাসন ধোয়া সহ নানা কাজে ব্যবহার হয়।

এ গ্রামের মানুষও টিউবওয়েলের জলের সঙ্গে দীর্ঘদিন ধরে পরিচিত। কিন্তু সেদিন টিউবওয়েলে পাম্প করতেই যা ঘটল তা যে তাঁরা কখনও দেখতে পাবেন, এমনটাও যে হতে পারে, তা কল্পনাও করতে পারেননি।

গত ৪ অক্টোবর সেখানে প্রবল বৃষ্টি হয়েছিল। তার পরদিন টিউবওয়েলের হ্যান্ডলে জলের জন্য চাপ দিতেই দেখা যায় ঘোলা হলদে জল বেরিয়ে আসছে। তবে সেটা বড় কথা নয়।

গ্রামবাসীরা আঁতকে ওঠেন যখন দেখেন টিউবওয়েলের মুখ দিয়ে পাম্প করলেই ছিটকে ছিটকে বেরিয়ে আসছে মাছ। একরকম মাছ নয়। নানারকম মাছ বেরিয়ে আসছে। বেরিয়ে এসে ডাঙায় পড়ে লাফাতেও শুরু করছে মাছেরা। এমন প্রচুর মাছ উঠতে থাকে।

এমন ঘটনা গ্রামের একটিমাত্র টিউবওয়েলেই যে হয়েছে এমনটা নয়। অনেকগুলি টিউবওয়েলেই ঘটেছে। উত্তরপ্রদেশের গাজিপুরের জমসড়া গ্রামের এই ঘটনার কথা ছড়িয়ে পড়তে সময় নেয়নি।

টিউবওয়েল দিয়ে মাছ বেরিয়ে আসছে শুধু, অনেকেই তা চাক্ষুষ করার জন্য ভিড় জমান গ্রামে। প্রবল বৃষ্টিই এই আজব কাণ্ডের কারণ তা মেনে নিচ্ছেন অনেকেই।

প্রাথমিক ধারনা যে মাটির তলার জলে কোনওভাবে কোনও পুকুরের সঙ্গে সংযোগের ফলে মাছেরা আশ্রয় নিয়েছিল। তারপর মাটির তলার জল টিউবওয়েল মারফত উপরে উঠতে মাছও পাম্পের সঙ্গে চাপে উপরে উঠে আসতে থাকে। কারণ যাই হোক না কেন অবাক হওয়াটা কাটছে না গ্রামবাসীদের।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *