স্ত্রী রাতে সাপ হয়ে তাঁকে ছোবল মারার চেষ্টা করেন, স্বামীর দাবিতে অবাক জেলাশাসক
স্ত্রী তাঁকে ছোবল মারার জন্য রাতে সাপের রূপ ধারণ করেন। তারপর তাঁকে ধাওয়া করেন। কয়েকবার বেঁচে গেলেও আগামী দিনের জন্য সুরক্ষা চেয়ে জেলাশাসকের কাছে স্বামী।

জেলাশাসকের দফতরে নানাধরনের সমস্যা নিয়ে হাজির হন মানুষজন। সুরাহা চান। কিন্তু এবার এক জেলাশাসক যে আর্জি বা বলা ভাল আর্তি শুনলেন তাতে তিনিও চমকে গেছেন।
এক ব্যক্তি জেলাশাসকের সঙ্গে দেখা করে দাবি করেন তাঁর স্ত্রী মাঝে মাঝেই রাত নামলে সাপের রূপ ধারণ করেন। সাপের হিস হিস শব্দও বার হতে থাকে তাঁর মুখ দিয়ে। তাঁকে ছোবল মারার জন্য এগিয়ে আসেন।
কিন্তু প্রতিবারই তাঁর সঠিক সময়ে ঘুম ভেঙে গেছে বলে রক্ষা। তাঁকে ছোবল মারার আগেই তিনি ঘুম থেকে উঠে পড়েন। তারপর দৌড় দেন। পিছু ধাওয়া করেন সাপ রূপী স্ত্রীও। এভাবেই তিনি ছুটে পালিয়ে বেঁচেছেন কয়েকবার।
তবে প্রতিবার তো আর এভাবে বেঁচে যাবেন তেমন নিশ্চয়তা নেই। কোনওদিন যদি তাঁর সময়মত ঘুম না ভাঙে তাহলেই তো তাঁকে তাঁর স্ত্রী ছোবল মেরে দেবেন! তাই স্ত্রীর সাপ রূপের হাত থেকে তাঁকে রক্ষা করার আর্জি নিয়ে জেলাশাসকের দরবারে হাজির হন উত্তরপ্রদেশের সীতাপুর জেলার লোধসা গ্রামের বাসিন্দা মিরাজ।
জেলাশাসকের কাছে সরাসরি সমস্যার সমাধান চাইতে সেখানে সমাধান দিবস পালিত হয়। সেদিন জেলাশাসক সরাসরি তাঁর জেলার বাসিন্দাদের সমস্যা শোনেন। প্রয়োজনীয় ব্যবস্থা নেন।
মিরাজের কথা শোনার পর তিনি অবাক হলেও পুলিশকে বিষয়টি তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন। দিনের অন্যসময় নারী রূপে থাকলেও তাঁর স্ত্রী তাঁর ওপর সারাদিনই অত্যাচার করেন বলেও অভিযোগ করেছেন মিরাজ।