National

এবার এল সিসিটিভি ম্যান, মাথায় সিসিটিভি লাগিয়ে সর্বত্র ঘুরছেন এক ব্যক্তি

এক ব্যক্তি যেখানেই যাচ্ছেন তাঁর মাথায় লাগানো থাকছে সিসিটিভি। যাতে সব রেকর্ডও হচ্ছে। কিন্তু কেন এমন আজব কাণ্ড। তাও জানা গেছে।

সুপারম্যান, ব্যাটম্যান, আয়রনম্যান, স্পাইডার-ম্যান-দের নাম জানা থাকলেও তারা কেউ বাস্তব চরিত্র নয়। কমিকসের পাতা থেকে উঠে আসা। কিন্তু এবার সিসিটিভি ম্যান-এর দেখা মিলেছে। যিনি বাস্তবেই রয়েছেন।

তাঁর বিশেষত্ব হল তিনি মাথায় একটি হেলমেট পরেন। যাতে একটি সিসিটিভি লাগানো থাকে। যা সারাক্ষণ চারধার রেকর্ড করতে থাকে।

ফলে অচিরেই ওই ব্যক্তির নাম হয়ে গেছে সিসিটিভি ম্যান। ওই ব্যক্তিকে এখন রাস্তায় দেখলে অনেকেই কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে পড়ছেন তাঁকে দেখতে।

মধ্যপ্রদেশের ইন্দোরের গৌরী নগর এলাকার বাসিন্দা ওই ব্যক্তি অবশ্য একটা ভয় থেকে ওই সিসিটিভি মাথায় লাগিয়ে ঘোরা শুরু করেছেন। তাঁর দাবি, তাঁর সঙ্গে তাঁর প্রতিবেশির সম্পত্তি নিয়ে অশান্তি চলছে।

এই অশান্তিকে কেন্দ্র করে তিনি ও তাঁর পরিবারের ওপর হামলা হতে পারে বলে মনে করছেন ওই ব্যক্তি। তাঁর আরও দাবি, পুলিশে জানিয়েও তিনি সুরক্ষিত অনুভব করছেননা।

তাই তিনি মাথায় হেলমেট পরে তাতে সিসিটিভি লাগিয়ে ঘুরছেন। যদি রাস্তায় তাঁর ওপর কোনও হামলার ঘটনা ঘটে তাহলে তা ওই সিসিটিভিতে রেকর্ড হয়ে যাবে।

কিছুদিন আগে ওই ব্যক্তি তাঁর বাড়িতে একটি সিসিটিভি লাগিয়েছিলেন। যা লাগানোর পর যুযুধান ওই প্রতিবেশি অভিযোগ করেন সিসিটিভি দিয়ে ওই ব্যক্তি তাঁর বাথরুমের ওপর নজর রাখছেন। যা মেনে নেওয়া যায়না। এই নিয়ে ২ পক্ষে অশান্তিও হয়।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *