National

পথ কুকুরদের বিরিয়ানি খাওয়াবে এই পুরসভা, প্রকল্পের বিরুদ্ধে সুর চড়াল বিরোধীরা

পথ কুকুরদের বিরিয়ানি খাওয়ানোর সিদ্ধান্ত নিল এই পুরসভা। কিন্তু তা শুনে কিছু মানুষ খুশি হলেও একরাশ ক্ষোভ আছড়ে পড়েছে এই প্রকল্পের বিরুদ্ধে।

পথ কুকুরদের বিরিয়ানি খাওয়াতে চায় একটি পুরসভা। চিকেন বিরিয়ানি খাওয়াতে চায় তারা। এজন্য শহরের ৬টি জায়গাকে চিহ্নিতও করা হয়েছে। সেখানে রাস্তায় ঘোরাফেরা করে বেড়ানো কুকুরদের চিকেন বিরিয়ানি খাওয়াতে ২ কোটি ৮০ লক্ষ টাকার টেন্ডারের পথে হেঁটেছে পুরসভা।

সবদিক থেকেই তৈরি তারা। পুরসভা নিজের উদ্যোগে খরচ করে আপাত অবহেলিত পথ কুকুরদের চিকেন বিরিয়ানি খাওয়াবে শুনে উচ্ছ্বসিত পশুপ্রেমীরা। কিন্তু এই অভিনব প্রকল্পের ফলে যে একরাশ প্রতিবাদের মুখে পড়তে হতে পারে সেটা বোধহয় ভাবতেও পারেনি বেঙ্গালুরু শহরের পুর কর্তৃপক্ষ।

বৃহৎ বেঙ্গালুরু মহানগর পালিকে বা বিবিএমপি এই প্রকল্পের কথা ঘোষণার পর সরাসরি কর্ণাটকের ক্ষমতাসীন সরকারের দিকেই আঙুল তুলেছেন কর্ণাটক বিধানসভার বিরোধী দলনেতা আর অশোকা।

এই বিজেপি নেতার দাবি, পথ কুকুরদের বিরিয়ানি খাওয়ানোর নামে আদপে টাকা লুঠের চেষ্টা চালাচ্ছে সরকার। তাঁর দাবি, পথ কুকুরদের খেতে দেওয়া কোনও খারাপ কিছু নয়।

তবে ইতিমধ্যেই অনেক সংস্থা, অনেক পশুপ্রেমী মানুষ পথ কুকুরদের নিয়মিত খাবার দেন। তারপরেও পুরসভার বিরিয়ানি খাওয়ানোর পরিকল্পনার দরকার ছিলনা বলে দাবি করেছেন ওই বিজেপি নেতা।

আর অশোকা আরও বলেন, বেঙ্গালুরুর রাস্তায় বিশাল বিশাল গর্ত, শহরের পার্কগুলির বেহাল দশা, পুরসভার হাসপাতালে মাইনে হচ্ছেনা, স্কুলের শিক্ষকরা ঠিক করে মাইনে পাচ্ছেন না, সেখানে পথ কুকুরদের খাওয়ানোর জন্য চিকেন বিরিয়ানির এই প্রকল্প আদপে টাকা লুঠের একটা উপায়। এই বিরোধিতার পর এই অভিনব প্রকল্পটি বাস্তবে আদৌ জনপ্রিয়তা পায় কিনা তা সময় বলে দেবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *