নবদম্পতিকে গরুর মত বেঁধে জমিতে লাঙল চষতে বাধ্য করল গ্রামবাসী
এক নবদম্পতিকে জোয়ালে বাঁধা হল। তারপর তাঁদের গরুর মত লাঙল চষতে বাধ্য করা হল ক্ষেত জমিতে। এই ঘটনায় হতবাক গোটা দেশ।

এক তরুণ তরুণীর সবে বিয়ে হয়েছে। তাঁরা সম্পর্কে স্বামীস্ত্রী। তাঁদের একটি জোয়ালের ২ ধারে গরুর মত বেঁধে দিল গ্রামবাসী। মাঝে যেমন লাঙল থাকে তেমন রয়েছে। যার ফলা মাটিতে আঁকড়ে আছে।
এরপর ক্ষেত জমিতে যেমন করে জোয়ালের ২ পাশে ২টি গরুকে বেঁধে তাদের দিয়ে লাঙল চষিয়ে মাটিকে উর্বর করা হয়, তেমন করে স্বামীস্ত্রীকে গরুর কাজটি করতে বাধ্য করল গ্রামবাসীরা।
এমনকি গরুদের যেমন চাষের সময় দ্রুত এগোনোর জন্য পিছন থেকে চালি দিয়ে মারা হয়, তেমনই করা হয় ওই মহিলা ও পুরুষের সঙ্গে। অনেক সময় প্রেম করার শাস্তি দিতে এমন করতে দেখা গেছে, কিন্তু এঁরা তো দম্পতি! তাহলে এমন কাণ্ডের কারণ কি!
সোশ্যাল মিডিয়ায় এই ছবি প্রকাশের পর ওড়িশার রায়গড় জেলার কানজামাঝিরা গ্রামের এই ঘটনা দেশজুড়ে চর্চার কেন্দ্রে চলে এসেছে। জানা যাচ্ছে, ওই তরুণ ও তরুণী একে অপরের আত্মীয়। ওই গ্রামে এই আত্মীয়তা থাকলে বিয়ে হয়না। তা মেনে নেওয়া হয়না।
কিন্তু ওঁরা ২ জন সম্প্রতি একে অপরের প্রেমে পড়েন। স্থানীয় রীতিনীতির কথা না ভেবে ২ জনে বিয়েও করেন। এটা মেনে নিতে পারেনি গ্রামবাসীরা।
ওই দম্পতিকে লাঠিপেটা করে গরুর মত লাঙল চষানোর পর স্থানীয় মন্দিরে নিয়ে যায় গ্রামবাসীরা। সেখানে তাঁদের ভুলের শুদ্ধিকরণ করানো হয়। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।