২ টাকার বিনিময়ে প্রাচীন মন্দিরে ১০ হাজার টাকা ফেরালেন ভক্ত
এ এমন এক ঘটনা যা রীতিমত নজর কেড়ে নিয়েছে সকলের। একটি মন্দিরের প্রণামী বাক্সে একটি খাম পাওয়া গেছে। যার মধ্যে ১০ হাজার টাকা ও একটি চিঠি ছিল।

শতাব্দী প্রাচীন এ মন্দিরে ভক্তের আনাগোনা লেগেই থাকে। মন্দিরে যেমন প্রণামীবাক্স থাকে এ মন্দিরেও তেমন রয়েছে। সেখানেই মন্দিরের কর্তৃপক্ষ একটি সাদা খাম দেখতে পায়। যা দেখে তাদের কৌতূহল জাগে।
খামটি খোলার পর দেখা যায় তার মধ্যে ১০ হাজার টাকা রয়েছে। আর রয়েছে একটি চিঠি। চিঠিটি পড়ে যা মন্দির কর্তৃপক্ষ জানতে পারে তাতে অনেকেই হতবাক হয়ে যেতে পারেন। কেন এই ১০ হাজার টাকার প্রণামী তাও ওই চিঠিতেই পরিস্কার করে দিয়েছেন নাম না জানা ভক্ত।
তিনি চিঠিতে লিখেছেন, ৫৫ বছর আগে এই মন্দির চত্বরে একটি ২ টাকার নোট তিনি কুড়িয়ে পান। চেষ্টা করেন সেটি যাঁর তাঁকে ফিরিয়ে দিতে। কিন্তু তাঁর খোঁজ পাননি। এরপর যেটা করা যেত, তিনি সেই ২ টাকার নোটটি মন্দিরের প্রণামী বাক্সেই দিয়ে দিতে পারতেন।
কিন্তু তা না করে তিনি সেটি পকেটে ভরে বেরিয়ে যান। কিন্তু মন্দির চত্বরে পাওয়া ২ টাকার নোট এভাবে নিজের পকেটে পুরে ফেলাটা তাঁকে শান্তিতে থাকতে দেয়নি। গভীর অনুশোচনা হতে থাকে তাঁর।
৫৫ বছর ধরে সেই অনুশোচনায় বিদ্ধ হয়েছে তাঁর মন। তাই এবার তিনি প্রায়শ্চিত্ত করতে চান। প্রায়শ্চিত্ত করতেই সেই ২ টাকার নোটের বদলে তিনি মন্দিরে ১০ হাজার টাকা দান করলেন।
এভাবেই ১০ হাজার টাকা দিয়ে তিনি প্রায়শ্চিত্ত করলেন বলে জানিয়েছেন নাম প্রকাশ না করা ওই ভক্ত। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর ইরোড়ের চেল্লান্দি আম্মান মন্দিরে।