নিউ দিল্লি স্টেশনের নাম বদলে নতুন নামের প্রস্তাব, সাংসদের চিঠি পেলেন রেলমন্ত্রী
দেশের অনেক রেলস্টেশনেরই নাম বদল হয়েছে। বহুদিনের নাম বদলে গেছে। এবার নিউ দিল্লি রেলস্টেশনের নাম বদলে অন্য একটি নামের প্রস্তাব দেওয়া হল রেলমন্ত্রীকে।

রেলস্টেশনের নাম বদলের সঙ্গে এখন অনেকেই পরিচিত। বহুদিন ধরে চলে আসা অতি চেনা নাম বদলে গেছে অনেক ক্ষেত্রে। এমনও হয়েছে যে নাম বদলের পরও মানুষের মুখে মুখে সেই পুরনো নামই ঘুরে বেড়াচ্ছে। নতুন নামটাই অনেকের অজানা।
তবে দীর্ঘসময় থাকতে থাকতে নতুন নাম পরিচিত হয়েই যায়। এবার খোদ নিউ দিল্লি রেলস্টেশনের নামই বদলে ফেলার প্রস্তাব দিলেন এক সাংসদ।
প্রবীণ খান্ডেলওয়াল নামে ওই লোকসভার সাংসদ ইতিমধ্যেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব-কে এ বিষয়ে চিঠি দিয়েছেন। নতুন নামও প্রস্তাব করেছেন তিনি।
ওই সাংসদ প্রস্তাব দিয়েছেন নিউ দিল্লি স্টেশনের নাম বদলে অটলবিহারী বাজপেয়ীর নামে রাখা হোক। প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর দেখানো পথ তাঁরা এখনও অনুসরণ করছেন। অটলবিহারীর দেখানো মতাদর্শ আজও লক্ষ লক্ষ মানুষের অনুপ্রেরণা।
দেশের জন্য জীবনভর যে অবদান অটলবিহারী বাজপেয়ীর রয়েছে তাকে যোগ্য সম্মান প্রদর্শন করতে নিউ দিল্লি স্টেশনের নাম বদলে অটলবিহারী বাজপেয়ীর নামে রাখা উচিত বলে ব্যাখ্যা করেছেন সাংসদ।
প্রসঙ্গত দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা পুরনো দিল্লি রেলওয়ে স্টেশনের নাম বদলের প্রস্তাব দিয়েছিলেন কিছুদিন আগে। তিনি ওই স্টেশনের নাম বদলে তা মহারাজ অগ্রসেন-এর নামে রাখার প্রস্তাব দিয়েছেন। মহারাজ অগ্রসেন ছিলেন অগ্রোহা-র রাজা। হরিয়ানার হিসার জেলায় রয়েছে এই অগ্রোহা স্থানটি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা