পাকিস্তানকে পর্যুদস্ত করে উপযুক্ত জবাব, ৫১ লিটার দুধে স্নান করানো হল প্রধানমন্ত্রীর ছবি
পাকিস্তানকে যোগ্য জবাব দিয়ে দেশপ্রেমের নিদর্শন দেখিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ভাবনা থেকে ৫১ লিটার দুধ দিয়ে স্নান করানো হল প্রধানমন্ত্রীর ছবি।

পহেলগামের ভয়ংকর ঘটনার পাল্টা জবাব দিতে পাকিস্তানের মাটিতে নিশ্চিন্তে চলা জঙ্গি ঘাঁটিতে আক্রমণ হানে ভারত। গুঁড়িয়ে দেওয়া হয় একের পর এক জায়গায় গড়ে ওঠা জঙ্গি শিবিরগুলিকে।
পাক মদতপুষ্ট এই জঙ্গি ঘাঁটিগুলি এভাবে গুঁড়িয়ে দেওয়ার পর পাল্টা পাকিস্তান আবার ভারত লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হানা চালায়। যার একটিও ভারতের মাটি ছুঁতে পারেনি। আকাশেই তা ধ্বংস করে দেয় ভারত। পাকিস্তান কার্যত নাস্তানাবুদ হয়ে যায়।
ভারতের মাটিতে পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদী হানা হলে তার পরিণতি কি হতে পারে তাও স্পষ্ট করে দেয় ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই দেশপ্রেমে মুগ্ধ তাঁর নির্বাচন ক্ষেত্র বারাণসী। সেখানে তাই পালিত হল পাকিস্তানকে এই যোগ্য জবাব দেওয়ার উৎসব।
যেখানে প্রধান মুখ ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে সশরীরে নয়, তাঁর ছবি নিয়েই উৎসবে মাতলেন সকলে। ৫১ লিটার দুধ দিয়ে প্রধানমন্ত্রীর ছবিকে স্নান করান তাঁরা। উচ্চারিত হতে থাকে বৈদিক মন্ত্র। বাজতে থাকে শাঁখ। রুদ্রাভিষেক ও দুগ্ধাভিষেক হয় প্রধানমন্ত্রীর ছবিতে।
যাঁরা উৎসবে মেতেছিলেন তাঁরা স্পষ্টই জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বেই ভারতীয় সেনা অপারেশন সিঁদুর-কে সফল করেছে। এটা পাকিস্তানকে যোগ্য জবাব। তারই উৎসব পালন করছেন তাঁরা।
ঢোল সহ নানা বাদ্যও বেজে ওঠে উৎসবের অঙ্গ হিসাবে। যাঁরা উৎসবে মেতে ওঠেন তাঁদের অনেকের হাতেই ছিল অপারেশন সিঁদুর পোস্টার। একটি পদ্মের মত আসনে প্রধানমন্ত্রীর ছবি রেখে হয় উৎসব পালন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা