অটো চালকের ভদ্রতায় মুগ্ধ বিদেশিনী, দিলেন ২ হাজার টাকা
এক অটো চালকের সততা ও ভদ্রতায় মুগ্ধ হয়ে গেলেন এক বিদেশিনী। যে ছবি মুগ্ধ করেছে নেটিজেনদেরও। অটো চালককে খুশি হয়ে উপহারও দিলেন বিদেশিনী।

এক অটো চালকের অটোতে উঠেছিলেন তিনি। গন্তব্যে পৌঁছনোর পর তিনি ভাড়া দিতে যান। তবে তাঁর কাছে খুচরো ছিলনা। তাই তিনি অটো চালককে জানান তাঁকে খুচরো করে দিতে হবে। এটা জানার পর ওই অটো চালক তাঁকে নিশ্চিন্তে যেতে বলেন। জানান, তাঁকে ভাড়া দিতে হবেনা।
অবাক হয়ে যান ওই বিদেশিনী। তিনি কথাটা বুঝতে ফের জিজ্ঞেস করেন। অটো চালক হাসিমুখে প্রথমে হিন্দিতে জানান, কোনও ব্যাপার নয়, তিনি যেতে পারেন। পরে ইংরাজিতে জানান ডোন্ট ওরি। অর্থাৎ চিন্তার কিছু নেই।
এই সময় পাশ দিয়ে এক ব্যক্তি যাচ্ছিলেন। তিনি এগিয়ে আসেন দোভাষীর কাজটা করে দিতে। বিদেশিনী ওই ব্যক্তিকে বলেন, অটো চালকের সততা ও ভদ্রতায় তিনি অভিভূত। তিনি ওই অটো চালককে এজন্য কিছু উপহার দিতে চান।
উপহার দিতে চান ২ হাজার টাকা। ওই ব্যক্তিকে বিদেশিনী বলেন, তিনি যেন কথাটা অটো চালককে বোঝান। ওই ব্যক্তি উপহারের কথাটা অটো চালককে হিন্দিতে বুঝিয়ে দেন।
অটো চালক তাতে অবশ্য খুশিই হন। সেই উপহার হিসাবে ২ হাজার টাকা গ্রহণ করেন তিনি। বিদেশিনীকে ধন্যবাদও জানান। সেই সঙ্গে বিদেশিনী ওই মহিলাকে তিনি জানান তাঁর ৪ সন্তান আছে। এক পুত্র ও ৩ কন্যা। সেটা ভাঙা ইংরাজিতেই বোঝান অটো চালক।
বিদেশিনী সেটা শোনার পর অটো চালকের সঙ্গে করমর্দন করে নেমে যান। দিল্লিতে হওয়া তাঁর এই অভিজ্ঞতা তিনি ক্যামেরাবন্দি করেছিলেন। যা পরে তিনি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন।
অনেক সময় এই অভিযোগ শোনা যায় যে অটো চালকদের একাংশ বিদেশি দেখলে আরও বেশি করে ঠকানোর চেষ্টা করেন। সেখানে দিল্লির এই অটো চালক কার্যত ভারতের অটো চালকদের ভাবমূর্তি তৈরির ভূমিকা পালন করলেন।