National

বেঙ্গালুরুতে প্রবল বর্ষণ, মৃত ৩, স্রোতে ভেসে হারিয়ে গেলেন ২ জন

চলতি বছরে একের পর এক ভারী বর্ষণের কোপে পড়েছে আইটি শহর বেঙ্গালুরু। শুক্রবার সন্ধে থেকে তেমন এক ভয়ংকর বৃষ্টি নামে এই শহরে। একটানা বৃষ্টিতে রাতের মধ্যেই গোটা শহরের জনজীবন স্তব্ধ হয়ে যায়। এদিকে প্রবল বর্ষণে কুরুবারাহাল্লি এলাকায় একটি বাড়ির দেওয়াল ধসে ওই বাড়িরই বাসিন্দা এক দম্পতির মৃত্যু হয়। বাড়িতে জল ঢুকে যাওয়ায় ওই দম্পতি বাইরে বেরিয়ে এসেছিলেন। কিন্তু শেষ মুহুর্তে তাঁদের ওপর ওই বাড়িরই পাঁচিল ধসে পড়ে। এর কিছুটা দূরেই একটি মন্দিরের কাছে এক পুরোহিত ড্রেনের মুখের জঞ্জাল সরিয়ে জল পাস করানোর চেষ্টা করছিলেন। সেই সময়েই আচমকা ড্রেনের কিছুটা অংশ ভেঙে যায়। তিনি স্রোতে ড্রেনে ঢুকে যান। রাতে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ।

এদিকে একটানা বৃষ্টিতে পাহাড়ি শহরে জলের স্রোত নতুন কিছু নয়। উপর থেকে নিচের দিকে প্রবল স্রোতে বৃষ্টির জল নেমে এসে অনেক জায়গায় স্রোত তৈরি করেছিল। নন্দিনী লেআউটের কাছে তেমন স্রোত বইছিল। টাল সামলাতে না পেরে সেই স্রোতে বয়ে যান মা ও মেয়ে। স্রোতের টানে ড্রেনে হারিয়ে গেলেও তাঁদের দেহ উদ্ধার হয়নি।

চলতি বছরে বৃষ্টিতে বেঙ্গালুরু শহরেই ১৩ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। আবহাওয়া দফতর জানিয়েছেন, বেঙ্গালুরু এখনই বৃষ্টির হাত থেকে রেহাই পাচ্ছে না। আগামী ২-৩ দিনও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *