২১ বছর ধরে ফুসফুসে আটকে পেনের ঢাকনা, দেখে অবাক চিকিৎসকেরাও
এক ২৬ বছরের যুবক সারারাত ঘুমোতে পারছেন না। একটা কাশি থামছেই না। অগত্যা চিকিৎসকের কাছে পৌঁছন। চিকিৎসকেরা যা দেখলেন তা তাঁদেরও মাথা ঘুরিয়ে দিয়েছে।

এক ২৬ বছরের যুবক টানা কাশিতে ভুগছিলেন। প্রায় ১০ দিন ধরে কাশি থামছে না। সারারাত ঘুমোতে পারছেন না। এমন এক দুর্বিষহ অবস্থায় তিনি চিকিৎসকেরা কাছে হাজির হন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে তাঁর সিটি স্ক্যান করা হয়। ফুসফুসের সেই সিটি স্ক্যানে চিকিৎসকেরা একটি ফোলা মত কিছু দেখতে পান ফুসফুসে। তাঁরা প্রাথমিকভাবে মনে করেন ওটা হয়তো দীর্ঘদিন ধরে কাশির ফলে তৈরি হয়েছে।
কিন্তু পরে তাঁরা আরও ভাল করে দেখার পর কার্যত চমকে যান। দেখেন একটি পেনের খাপ আটকে আছে ফুসফুসে। যার আশপাশে মাংসপিণ্ড, টিস্যু ও মাংসপেশি তৈরি হয়ে গেছে।
চিকিৎসকেরা অপারেশন শুরু করেন। প্রথমে ফুসফুসে আটকে থাকা পেনের খাপটির আশপাশে তৈরি হওয়া মাংসপেশি, টিস্যু সব সরিয়ে ফেলেন তাঁরা। নজর রাখা হয় যাতে ফুসফুসের কোনও ক্ষতি না হয়। সেগুলি সরানোর পর পেনের খাপটি পর্যন্ত পৌঁছে যান চিকিৎসকেরা। বার করে আনা হয় সেই খাপ।
ওই যুবক জানান, তাঁর যখন ৫ বছর বয়স ছিল, তখন তিনি একটি পেনের খাপ গিয়ে ফেলেছিলেন। চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে চিকিৎসক তাঁকে পরীক্ষার পর জানান তিনি ঠিক আছেন।
চিকিৎসক মনে করেছিলেন পেনের খাপটি শরীর থেকে স্বাভাবিক নিয়মে বেরিয়ে গেছে। কিন্তু তা যে ফুসফুসের কোণায় গিয়ে এভাবে আটকে আছে তা জানা যায়নি।
এরপর দীর্ঘ সময় কেটেছে। ওই যুবকের কোনও সমস্যা হয়নি। কিন্তু হালে তাঁর ফের কাশির সমস্যা শুরু হয়। যা অবশেষে সেই পেনের খাপের খবর দিল।
হায়দরাবাদের বাসিন্দা ওই যুবকের সেখানেই একটি হাসপাতালে এই অপারেশন হয়। এখন তিনি ভাল আছেন। তাঁর ফুসফুসেরও তেমন কোনও ক্ষতি হয়নি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা