মাইনে মাসে ১.২০ লক্ষ, পাত্র ভাল, জেনেও মালাবদলের পরে বেঁকে বসলেন কনে
বরের মাইনে মাসে ১ লক্ষ ২০ হাজার টাকা। প্রচুর সম্পত্তির মালিকও। পাত্র হিসাবে সুপাত্র। তবু একটা কথা জেনে মালাবদলের পরও বিয়ে করলেন না কনে।
এমন ঘটনাও যে ঘটে, হয়তো না ঘটলে অনেকে বিশ্বাসও করতে পারতেন না। বিয়ের আয়োজনে ত্রুটি ছিলনা। বর সহ বরযাত্রী সঠিক সময়ে কনের বাড়িতে এসে হাজির হয়েছিলেন। যাবতীয় নিয়ম মেনেই বিয়ের একটি একটি করে পর্ব এগিয়ে চলছিল। মালাবদলও হয়ে গিয়েছিল বর কনের।
বিয়ে প্রায় তখন শেষর পথে। এমন সময় আচমকা কনে বেঁকে বসছেন। এতক্ষণ বিয়ের অনুষ্ঠানে কোনও সমস্যা হয়নি। তাহলে আচমকা হল কি! পাত্রের যে কোনও বদগুণ আছে তেমনও নয়।
পেশায় ইঞ্জিনিয়ার। মাইনে মাসে ১ লক্ষ ২০ হাজার টাকা। তা যে বানিয়ে বলা নয় তাও স্যালারি স্লিপ দিয়ে দেখিয়ে দেন পাত্র। ভাল চাকরি। ভাল মাইনেই শুধু নয়, পাত্রের পারিবারিক সম্পত্তিও অগাধ। এমন পাত্রকে বিয়ে করতে সমস্যা কোথায়! এমন কি হল যে কনে মালাবদলের পরও বিয়ে করতে আচমকা বেঁকে বসলেন!
এর কারণ লুকিয়ে আছে চাকরিতে। মালাবদলের আগে পর্যন্ত কনে জানতেন তাঁর হবু বর সরকারি চাকরি করেন। কিন্তু মালাবদলের পর কোনওভাবে তাঁর কানে আসে যে পাত্র সরকারি চাকরি নয়, বেসরকারি ক্ষেত্রে কর্মরত।
এটাই মেনে নিতে পারেননি কনে। তাঁকে তাঁর পরিবার এবং বরের পরিবার অনেক করে বোঝানোর চেষ্টা করেন পাত্র ভাল ছেলে। ভালই রোজগার করেন। পারিবারিক সম্পত্তিও রয়েছে। সেক্ষেত্রে সরকারি চাকরিটা গুরুত্বপূর্ণ নয়।
কিন্তু কনে জানিয়ে দেন তিনি স্থির করেছেন সরকারি চাকুরে ছাড়া তিনি কাউকে বিয়ে করবেননা। অনেক বুঝিয়েও ফল না হওয়ায় অগত্যা বিয়ে মালাবদলের পরও ভেস্তে যায়। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফারুখাবাদে।