National

বিয়ের মণ্ডপেই নববধূকে চুম্বন, এরপরই ঘটল আসল ঘটনা

বিদেশি সিনেমায় দেখা বিয়ের দৃশ্যে নবদম্পতির চুম্বন মধুর সূত্রপাত হিসাবেই নেওয়া হয়। সেটাই এদেশে হলে যে কি হয় তা দেখা গেল এক বিয়ের মণ্ডপে।

২ মেয়ের বিয়ে একদিনেই স্থির করেছিলেন তাঁদের বাবা। বিয়ের আয়োজনে ত্রুটি ছিলনা। সব সুন্দরভাবেই এগোচ্ছিল। প্রথম মেয়ের বিয়েটাও শান্তিতেই শেষ হয়। দ্বিতীয় মেয়ের বিয়ে শুরু হয় ভালভাবে। ঘটনার সূত্রপাত মালাবদলের সময়।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

মালাবদল হয়ে যেতেই ২ পরিবারের লোকজন ও নিমন্ত্রিত অতিথিদের চমকে দিয়ে বর বিয়ের মণ্ডপেই তাঁর নববধূকে চুম্বন করে বসেন। ভেবেছিলেন হয়তো এটাই তাঁর বিয়ের সেরা মুহুর্তে হয়ে থেকে যাবে। বেশ সিনেমার মত কিছু একটা হবে।

কিন্তু যেটা হল তা বোধহয় স্বপ্নেও ভাবতে পারেননি বর বাবাজি। নববধূকে এভাবে বিয়ের মণ্ডপেই চুম্বন করতে দেখে বেজায় রেগে ওঠেন মেয়ের বাড়ির লোকজন। শুরু হয় চিৎকার চেঁচামেচি।

তারপর কিছু বুঝে ওঠার আগেই মণ্ডপে উপস্থিত বরের বাবা সহ আত্মীয়দের ওপর ঝাঁপিয়ে পড়েন কনের বাড়ির লোকজন। তাঁদের প্রহারে বরের বাবা বেশ আঘাত পান। বিয়ে লাটে ওঠে।

বরের পরিবারের লোকজনও ছেড়ে কথা বলার মানুষ নন। তাঁরাও পাল্টা আঘাত হানেন। বরের অবশ্য দাবি যে তাঁর সদ্যবিবাহিতা স্ত্রী নিজেই চেয়েছিলেন মালাবদলের পর তাঁকে যেন চুম্বন করা হয়। তাই তিনি তা করেছিলেন।

কিন্তু মেয়ের পরিবারের লোকজনের দাবি তাঁরা স্পষ্ট দেখেছেন বর জোর করে তাঁদের মেয়েকে বিয়ের আসরে চুম্বন করছেন। তাই তাঁরা রেগে গিয়েছিলেন। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হাপুরের অশোকনগর এলাকায়।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button