National

বিশেষ দিনে জঞ্জালের স্তূপে দাঁড়িয়ে মালাবদল করলেন স্বামী স্ত্রী

বরের সাজে স্বামী এবং কনের সাজে স্ত্রী। সেই অবস্থাতেই তাঁরা মালাবদল করলেন। বলা ভাল আবার করলেন। তাও আবার জঞ্জালের স্তূপের ওপর দাঁড়িয়ে।

স্বামীর পরনে বরের পোশাক। সাজও বরেরই। বিয়ের মণ্ডপে বরের যেমন সাজ হয় তেমন। স্ত্রীরও সাজ হুবহু কনের মত। তাঁরা ২ জনে একে অপরের সামনে দাঁড়িয়ে। হাতে মালা। সেই মালা তাঁরা একে অপরের গলায় পরিয়ে মালাবদল করলেন। চারধারে অনেক মানুষ। তবে এই বরকনে কোনও বিয়ের সাজানো মণ্ডপে নয়, মালাবদল করলেন পাঁকে ভরা নোংরা জল আর জঞ্জালের ওপর দাঁড়িয়ে।

ভগবান শর্মা ও তাঁর স্ত্রী উমা শর্মার বিয়ে হয়ে গিয়েছে ১৭ বছর হল। এদিন ছিল তাঁদের ১৭ তম বিবাহবার্ষিকী। বছরের এই বিশেষ দিনটিকে তাঁরা মালাবদল করে বরকনে সেজে উদযাপন করলেন ঠিকই, তবে জঞ্জালের ওপর দাঁড়িয়ে। কারণ তাঁরা তাঁদের বিশেষ দিনটিকে বেছে নিলেন বিশেষ প্রতিবাদের ভাষা হিসাবে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

গত ৮ মাস ধরে আগ্রার নাগালা কালি এলাকার একটা অংশ নরকে পরিণত হয়ে আছে। রাস্তা ভেঙে সেটা পুরোটাই জলে ভরে আছে। আর সেই জল মাসের পর মাস থাকায় পচে এখন দুর্বিষহ পরিস্থিতি সৃষ্টি করেছে।

তার পাশ দিয়ে যাওয়া দায় হয়েছে। গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছেনা। মানুষ ওই নরক পরিস্থিতি এড়াতে ২ কিলোমিটার বেশি ঘুরে নিজের বাড়িতে ফিরছেন।

এবার ভগবান ও উমার এই উদ্যোগ কিন্তু সকলের নজর কেড়েছে। স্থানীয়রাও এই জঞ্জালের ওপর মালাবদলে হাজির হয়ে ভগবান ও উমার সঙ্গে প্রতিবাদে শামিল হয়ে জানিয়ে দিয়েছেন রাস্তা ঠিক না হলে গোটা এলাকা এবার ভোটদানে বিরত থাকবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *