National

মোরগদের এমনটা করতে দেখলেই খবর দিন, জানাল এইচএসআই

মোরগদের যদি এমন কাজ করতে দেখেন তাহলে অবশ্যই খবর দিন। এমনই আবেদন জানাল একটি সংস্থা। মকরসংক্রান্তির দিন বিশেষ করে নজর রাখতে হবে চারিদিকে।

এটা মকরসংক্রান্তির দিন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ওইদিন মোরগদের মধ্যে এমনটা হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই আশঙ্কা করছে তারা। তাই সকলকেই সতর্ক করেছে সংস্থা। সকলেই যেন কড়া নজর রাখেন। কোথাও মোরগদের মধ্যে এমনটা দেখলেই খবর দিতে অনুরোধ করেছে হিউমেন সোসাইটি ইন্টারন্যাশনাল।

মকরসংক্রান্তি ভারতের প্রায় সব প্রান্তেই পালিত হয়। তবে ভারতের নানা প্রান্তে নানা নিয়ম। সর্বত্রই কোনও না কোনও প্রাচীন রীতি প্রথা চলে আসছে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

যেমন বাংলায় ওইদিন পিঠেপুলি খাওয়ার চল আছে। বিশেষত সিদ্ধ পিঠের একটা যোগ রয়েছে পৌষসংক্রান্তির সঙ্গে। তেমনই তেলেঙ্গানা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এই জায়গায় মোরগের লড়াইয়ের একটা প্রচলন আগে ছিল। এখন তা আইনত নিষিদ্ধ।

কিন্তু অভিযোগ লুকিয়ে চুরিয়ে মোরগের লড়াই নাকি এখানে মকরসংক্রান্তি উপলক্ষে হয়ে থাকে। যদি কোথাও এমন কোনও মোরগের লড়াই দেখা যায় তাহলে দ্রুত যেন বিষয়টি পুলিশকে জানানো হয় সেই অনুরোধই করা হয়েছে সাধারণ মানুষের কাছে।

মোরগের লড়াইতে ২টি মোরগের পায়ে বেঁধে দেওয়া হয় ধারাল ব্লেড। তারপর কার্যত তাদের জোর করে লড়াই করতে বাধ্য করা হয়। এতে ২টি মোরগেরই ক্ষতি হয়। আঘাত লাগে। যে কারণেই এই মোরগের লড়াই এখন নিষিদ্ধ।

Rooster
ফাইল : চিনে মুরগির লড়াই, ছবি – আইএএনএস

তবু মকরসংক্রান্তি উপলক্ষে যদি কেউ এমনটা করার চেষ্টা করে, তাহলে সে খবর পুলিশকে দিলে পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে পারবে। সেজন্যই এই অনুরোধ করেছে হিউমেন সোসাইটি ইন্টারন্যাশনালের ভারতীয় শাখা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *