National

রামায়ণের জটায়ু পাখিকে এবার দেখার সুযোগ পাবেন মানুষজন

রামায়ণে যখন সীতাহরণ হয়, তখন রাবণকে আকাশপথে প্রবল প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয়। জটায়ু পাখি রাবণের পথ আটকায়। সেই জটায়ু পাখিকে দেখার সুযোগ এল।

সীতাকে যখন রাবণ হরণ করে আকাশপথে লঙ্কার দিকে নিয়ে যাচ্ছিলেন, তখন তাঁর পথ আটকায় এক বিশালকায় পাখি। রাবণের সঙ্গে তার আকাশেই যুদ্ধ শুরু হয়। জটায়ুকে ঠেকাতে রাবণকেও কম পরিশ্রম করতে হয়নি। অনেক লড়াই করেও অবশ্য জটায়ু রাবণের সীতাহরণ রুখে দিতে পারেনি।

জটায়ুর একটি ডানা কেটে দেন রাবণ। সেই মরণাপন্ন জটায়ুই কিন্তু পরে রামকে পুরো ঘটনা জানায়। রামও জানতে পারেন কে তাঁর স্ত্রীকে হরণ করে নিয়ে গেছেন।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

রামায়ণের এই ঘটনা প্রায় সকলের জানা। মহাকাব্যে বর্ণিত এই পাখি কিন্তু বাস্তবে এখন দেখা যায়না। তবে তা এবার ব্রোঞ্জের মূর্তি হয়ে সামনে আসছে। আর সামনে আসছে এক বিশেষ স্থানে।

অযোধ্যায় রাম মন্দিরের যে বিশাল চত্বর তৈরি হয়েছে, সেখানেই রয়েছে কুবের টিলা। সেই কুবের টিলার উপরই জটায়ুর অতিকায় ব্রোঞ্জ মূর্তি প্রতিষ্ঠা করা হচ্ছে।

এই জটায়ু পাখির মূর্তিতেই আগামী ২২ জানুয়ারি প্রথম প্রণাম জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর সেখান থেকে রামলালাকে পুষ্প নিবেদন করে প্রণাম জানাতে যাবেন।

৫ ফুটের একটি প্রস্তরখণ্ডের ওপর এই জটায়ু মূর্তি বসানো হচ্ছে। আগামী দিনে যিনিই রাম মন্দিরে আসবেন তিনি এই জটায়ু মূর্তিও দেখার ও প্রণাম জানানোর সুযোগ পাবেন।

প্রসঙ্গত রাম জন্মভূমি চত্বরে যে কুবের টিলা রয়েছে সেখানে একটি শিবমন্দিরও রয়েছে। যা রাম মন্দির তৈরির সময় সংস্কার করা হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *