National

উদ্বোধনের একদিন আগেই ভেঙে পড়ল ৩৮৯ কোটির গতেশ্বর ড্যাম

গতেশ্বর পন্থ ক্যানাল প্রকল্প। বিহারের ভাগলপুর ও গোদ্দা জেলায় সেচ‌ের কাজের জন্য এই প্রকল্প করার পরিকল্পনা হয়েছিল ১৯৭৭ সালে। যাতে এখানকার কৃষকদের কৃষি কাজে কোনও সমস্যা না হয়। সেই প্রকল্প বহু টানাপোড়নের পর অবশেষে শেষ হয়। প্রথমে ঠিক হয়েছিল পুরো প্রকল্পে খরচ পড়বে আনুমানিক ১৪ কোটি টাকা। সেই খরচ বেড়ে অবশেষে ড্যাম সম্পূর্ণ হয় ৩৮৯.৩১ কোটি টাকায়। সেই বহুপ্রতীক্ষিত ড্যামের উদ্বোধন হওয়ার কথা ছিল আগামী বৃহস্পতিবার। উদ্বোধন করতেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। কিন্তু তার আগেই এদিন নতুন তৈরি ড্যামের একটা অংশ ভেঙে পড়ে। হুহু করে জল বার হতে থাকে। ভাসিয়ে দেয় সংলগ্ন এলাকা।

এদিকে এত টাকা খরচ করে তৈরি ড্যাম উদ্বোধনের আগেই ভেঙে পড়ায় প্রশ্নের মুখে পড়েছে রাজ্য সরকার। এমনকি ড্যাম তৈরির উপকরণে ভেজাল মেশানোর অভিযোগও উঠতে শুরু করেছে। স্বাভাবিকভাবেই উদ্বোধন স্থগিত করা হয়েছে। যদিও বিহারের জলসম্পদ মন্ত্রী লালন সিংয়ের দাবি, ড্যামের ওই অংশ দিয়ে পুরো মাত্রায় জল ছাড়ার ফলেই এই ঘটনা ঘটেছে। যদিও তাতে প্রশ্নবাণ থেকে মুক্তি পাচ্ছে না বিহার সরকার।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *