National

বাড়ির ছাদ থেকে একতলা পর্যন্ত বরমালা, মালায় গাঁথা ২০ লক্ষ টাকা

বিয়েতে বরমালা তো থাকতেই হবে। যা বরের গলায় ঝোলে। এবার এমন এক বরমালা সামনে এল যে তা ইতিহাস রচনা করল।

বিয়ের আনন্দ স্মৃতিকে মনের মণিকোঠায় সাজিয়ে রাখার জন্য এখন নানা উপায় ভাবা শুরু করেছেন বরকনেরা। এমন কিছু যা কেবল তাঁদের ২ পরিবারকে বা আত্মীয়স্বজনকেই নয়, চমকে দেবে গোটা দেশকে। তেমন ভাবনাই হয়তো কাজ করেছিল এই বর বাবাজির ক্ষেত্রে।

নাহলে বিয়ের বরমালা হিসাবে তিনি যা গলায় ঝোলালেন তা দোতলার ছাদ থেকে নেমে এল একতলায়। এমনকি একতলায় মেঝেতে পড়ে তারপরেও বেশ কিছুটা বিছিয়ে রইল মাটিতে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

এটা মালা! সব কাজ ফেলে তখন কেবল মালা দেখার ভিড়। তবে এ মালা আবার যে সে মালা নয়। চমক তখনও বাকি ছিল। এই বরমালা যেমন অতি লম্বা তেমন বহুমূল্যও বটে।

মালাটি তৈরি হয়েছে ফুল দিয়ে নয়, টাকা দিয়ে। নোট দিয়ে তৈরি মালা। যা যত্ন করে ফুলের মত গাঁথা হয়েছে। কাগজি নোটকে এভাবে গেঁথে তৈরি হয়েছে একতলার ওপর লম্বা বরমালা।

যাতে হিসাব বলছে রয়েছে ২০ লক্ষ টাকা। ২০ লক্ষ টাকার নোট দিয়ে তৈরি এই মালা খবরের শিরোনামে জায়গা করে নিতে সময় নেয়নি।

হরিয়ানার একটি বিয়ের অনুষ্ঠানে বরের গলায় ঝোলানো এই মালা রীতিমত হইচই ফেলে দিয়েছে ইন্টারনেটেও। বর দাঁড়িয়ে ছাদে। সেখান থেকে তাঁর গলার বরমালা নেমে এসে লুটিয়ে পড়েছে একতলায়। কনে পর্যন্ত এই মালা দেখে তাজ্জব বনে গেছেন।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *