দেড় লক্ষ টাকার সোনার মঙ্গলসূত্র খেয়ে ফেলল মোষ, তারপর যা হল
এ দেশে বিবাহিতা মহিলারা মঙ্গলসূত্র পরেন। যা প্রধানত সোনার হয়। এক মহিলাও তাঁর সোনার মঙ্গলসূত্র খুলে রেখেছিলেন। সেই দেড় লক্ষ টাকার হার খেয়ে ফেলল মোষ।
ভারতে বিবাহিতা মহিলারা গলায় মঙ্গলসূত্র পরে থাকেন। এমনই এক সোনার মঙ্গলসূত্র গলা থেকে খুলে রেখে স্নানে গিয়েছিলেন এক মহিলা। সেটি রেখেছিলেন একটি প্লেটে। যে প্লেটে বাদামের খোসাও ছাড়িয়ে রাখা ছিল।
সেই বাদামের খোসা প্লেট থেকে নিয়ে দিব্যি খেয়ে ফেলে ওই বাড়িরই পোষা মোষ। এদিকে ওই মহিলার স্নানের বেশ কিছুক্ষণ পর মনে পড়ে যে মঙ্গলসূত্রটি পরা হয়নি। তিনি সেটি পরতে গিয়ে আর খুঁজে পাননি।
মহিলা মনে করার চেষ্টা করেন যে কোথায় তিনি সেটি শেষবার দেখেছিলেন বা রেখেছিলেন। তাঁর মনে পড়ে যায় যে তিনি মঙ্গলসূত্রটি ওই প্লেটে খুলে রেখেছিলেন।
এবার তিনি বুঝতে পারেন প্লেটের বাদামের খোলার সঙ্গে মোষটি তাঁর সোনার দেড় লক্ষ টাকা দামের মঙ্গলসূত্রটিও খেয়ে ফেলেছে। দ্রুত পরিবারের সকলকে বিষয়টি জানান তিনি।
মহারাষ্ট্রের ওই পরিবার দ্রুত মোষ নিয়ে হাজির হয় পশু হাসপাতালে। সেখানে মোষটির এক্স-রে করে দেখা যায় তার পেটে হারটি রয়েছে। চিকিৎসকেরা অপারেশন করে হারটি বার করার সিদ্ধান্ত নেন। অপারেশন হয়। অবশেষে হারও বার হয়।
২ ঘণ্টার ওপর সময় ধরে অপারেশনের শেষে হারটি বার করতে পেরে খুশি চিকিৎসকেরা। তবে তাঁরা এটাও মনে করছেন যে ওই মহিলা একটু সাবধান হলে হয়তো মোষটির অপারেশনের দরকার পড়ত না। ঘটনাটির পর মোষটিকে দেখতে স্থানীয় মানুষের ভিড় জমে যায়।