National

পুরনো শত্রুতার জেরে শেষ হয়ে গেল ২৩টি পায়রা

পুরনো শত্রুতা যে কতটা প্রাণঘাতীও হতে পারে তা এই ঘটনা আরও একবার প্রমাণ করল। পুরনো শত্রুতার জেরে অকালে ঝরে গেল ২৩টি পায়রার প্রাণ।

পায়রা পোষার শখ অনেকের আছে। বাড়ির ছাদে বা উঠোনে পায়রাদের জন্য আলাদা খুপরিও করা থাকে। সেখানে জল, খাবার সবই নিয়মিত দেওয়া হয়। পায়রাও পোষ মেনে যায়। যেখানেই উড়ে বেড়াক না কেন, দিনের শেষে ঠিক ওখানেই হাজির হয়।

পায়রা প্রেমী এমন এক ব্যক্তি তাঁর বাড়িতে পায়রা পুষেছিলেন। সেই পায়রারা বেশ খেলা করছিল উঠোনে। হঠাৎ তিনি দেখেন তার মধ্যে ২৩টি পায়রার মৃত্যু হয়েছে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

স্বাভাবিক মৃত্যু নয়। কেউ তাদের ঘাড় থেকে কেটে হত্যা করেছে। পায়রাদের ঘাড় কেটে হত্যা কে করতে পারে তা বেশ বুঝতে পারেন ওই ব্যক্তি। বুঝতে পারেন তাঁর পুরনো শত্রুই এই কাজ করেছে।

কর্ণাটকের হুবলি শহরের জাভাগাল এলাকার বাসিন্দা রাহুল দান্দেলি গত ৬ মাস ধরে এই পায়রা পুষছেন। তাঁর দাবি, তাঁর সঙ্গে পুরনো কোনও শত্রুতারই ফল এই ঘটনা।

রাহুলের দাবি, লুকিয়ে তাঁর বাড়িতে ঢুকে উঠোনে ঘুরে বেড়ানো পায়রাদের ধরে এক এক করে তাদের ঘাড় কেটে হত্যা করেছে তাঁরই কোনও শত্রু। এমনও মনে করা হচ্ছে একাজ ১ জন নয়, একাধিক মানুষ করেছে।

পুলিশে অভিযোগও দায়ের করেছেন রাহুল। পুলিশ আশপাশের যাবতীয় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে। দেখার চেষ্টা হচ্ছে কে কখন রাহুলের বাড়িতে প্রবেশ করেছিলেন। তবে কারণ যাই হোক বেঘোরে প্রাণ গেল ২৩টি পায়রার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *