National

স্বামী কোথায়, বাংলাদেশ থেকে সন্তান কোলে হাজির মা

প্রেমের টানে পাকিস্তান থেকে কিছুদিন আগে ভারতে হাজির হয়েছিলেন সীমা হায়দর। এবার বাংলাদেশ থেকে সন্তান কোলে হাজির হলেন এক মা। প্রেমিক নয়, তাঁর প্রশ্ন স্বামী কোথায়?


পাকিস্তান থেকে কিছুদিন আগেই ভারতের এক যুবককে ভালবেসে হাজির হয়েছিলেন সীমা হায়দর নামে এক মহিলা। যদিও তাঁর এভাবে হাজির হওয়া নিয়ে নানা প্রশ্ন উঠেছে। পাকিস্তানের তরফে চরবৃত্তি করতে সীমার ভারতে আসা বলেও মনে করা হচ্ছে।


এরমধ্যেই এবার বাংলাদেশ থেকে আর এক মহিলা হাজির হলেন ভারতে। তিনি বাংলাদেশ থেকে সোজা হাজির হলেন নয়ডায়। তাঁর আবার কোলে ছোট্ট সন্তান। তাঁর অবশ্য প্রেমিক নন, স্বামীকে চাই।


মহিলার দাবি, বাংলাদেশে কাজ করতে গিয়েছিলেন সৌরভকান্ত তিওয়ারি। নয়ডার বাসিন্দা সৌরভের সঙ্গে সোনিয়া আখতার নামে এই মহিলার ভালবাসার সম্পর্ক তৈরি হয়। তাঁরা বিয়ে করবেন বলে স্থির করেন।

সোনিয়া আখতারের দাবি, বিয়ের জন্য সৌরভ ধর্মও বদলান। তারপর মুসলিম রীতি মেনে তাঁদের বিয়ে হয়ে যায়। তাঁরা একসঙ্গে বৈবাহিক জীবনও কাটাচ্ছিলেন। তাঁদের এক সন্তানও হয়।


৩ বছর এভাবে কাটার পর একদিন সোনিয়ার স্বামী তাঁকে জানান, বিশেষ কাজে তাঁকে নয়ডা ফিরতে হবে। কাজ সেরেই তিনি ফেরত আসবেন। কিন্তু তারপর থেকে তাঁর দেখা নেই। ফোন করলেও পাওয়া যাচ্ছেনা। তাই স্বামীর খোঁজ করতে সন্তান কোলেই তিনি নয়ডায় হাজির হয়েছেন।


পুলিশ অবশ্য মহিলাকে আটক করেছে। তাঁকে একটি ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। নয়ডার মহিলা পুলিশ ওই মহিলার স্বামীকে খোঁজার চেষ্টাও করছে। কিন্তু তাঁর কোনও খোঁজ মেলেনি। ওই মহিলার দাবি, তাঁর স্বামী তাঁকে ও সন্তানকে ছেড়ে পালিয়ে এসেছেন। তাই তাঁকে খুঁজেই তিনি ফিরবেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *