National

সনিয়াকে আইনি নোটিস

Sonia Gandhiসনিয়া গান্ধীকে আইনি নোটিস পাঠালেন কেরালার এক বিল্ডার। তাঁর দাবি, প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নামাঙ্কিত একটি শিক্ষা প্রতিষ্ঠানের নির্মাণকাজ সম্পূর্ণ হলেও তার বকেয়া টাকা মেটানো হচ্ছে না। হেলদিয়ার কনস্ট্রাকশন নামে ওই সংস্থার দাবি ২০১৩ সালে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী। তাই তাঁকে আইনি নোটিস পাঠানো হয়েছে। অন্যদিকে কেরালার তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ চেন্নিতালা, যিনি প্রকল্পটির অনুমোদন করেছিলেন, তাঁকেও নোটিস পাঠিয়েছেন ওই নির্মাণ সংস্থার মালিক। যদিও বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে চাইছেন না কংগ্রেস নেতারা। তাঁদের মতে, কে কোন নির্মাণ কাজের বকেয়া টাকা এখনও পায়নি, তার জন্য সনিয়া গান্ধীকে নোটিস পাঠানো হাস্যকর। রাজনৈতিক মহলের ধারণা, কংগ্রেসের রাজ্য নেতৃত্ব টাকা ঠিকঠাক না মোটানোয় সরাসরি সনিয়া গান্ধীকে আইনি নোটিস পাঠিয়ে বিষয়টি সকলের গোচরে আনার চেষ্টা করেছেন ওই বিল্ডার।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *