National

বিয়ের আগে হবু স্ত্রীর সঙ্গে ট্রেনে এ কি কাণ্ড করে পালাল যুবক

ওই যুবক যে নিজের বাগদত্তার সঙ্গে ট্রেনে এমনটা করবে তা ওই তরুণীও ভাবতে পারেননি। কাণ্ডটি করেই পালায় ওই যুবক।


একই এলাকার বাসিন্দা তাঁরা। সেখানেই প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এক তরুণী ও যুবকের। কিন্তু ২ পরিবার তাঁদের বিয়ে মেনে নেয়নি। এদিকে ২ জনই একে অপরকে ভালবাসেন। তাঁরা স্থির করেন পালাবেন। অনেক দূরে পালিয়ে যাবেন তাঁরা।


শুধু ভাবাই নয়, তাঁরা সেইমত রাতারাতি বাড়ি থেকে পালিয়েও যান। বাড়ি থেকে পালিয়ে ২ জনে হাজির হন হরিয়ানায়। এদিকে ২ পরিবার সব জানার পর নিজেদের মধ্যে কথা বলে। পঞ্চায়েত বসে।


সেখানে সিদ্ধান্ত হয় ২ জন যদি বাড়ি ফিরে আসেন তাহলে ২ পরিবারই তাঁদের বিয়ে দিতে রাজি আছে। পঞ্চায়েতে হওয়া এই সিদ্ধান্ত ২ জনকে পরিবারের তরফে জানানো হয়।

বিয়ে মেনে নেওয়া হয়েছে শুনে বিহারের পাটনার বাসিন্দা ওই যুবক ও তরুণী বাড়ি ফেরার জন্য রাজগির গামী ট্রেনে চেপে বসেন।


তরুণী পুলিশকে জানিয়েছেন, ট্রেনে আসার সময় তাঁর সঙ্গে ওই যুবকের কথা কাটাকাটি শুরু হয়। তাঁরা তখন ট্রেনের দরজার কাছে ছিলেন। সেই সময় আচমকাই চলন্ত ট্রেন থেকে তাঁকে ঠেলে দেয় ওই যুবক।


ট্রেন চলে যায়। আহত অবস্থায় ওই তরুণীকে রেললাইনের ধার থেকে উদ্ধার করেন স্থানীয়রা। তারপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।


২ দিন পর তরুণীর জ্ঞান ফেরে। সেখানে ক্রমে সুস্থ হয়ে ওঠার পর তরুণী পুলিশকে পুরো ঘটনা খুলে বলেন। পুলিশ এখন মনি কুমার নামে ওই যুবককে খুঁজছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *