National

ফের নাম বদল, এবার বদলে যাচ্ছে একটা জেলার নাম

রেলস্টেশন হোক বা শহর বা জেলা, তার পুরনো নাম বদলে দেওয়ার তালিকায় ফের একটি নাম যুক্ত হতে চলেছে। এবার বদলে যাচ্ছে একটি জেলার নাম।

বদলে যাচ্ছে একের পর এক স্টেশনের নাম। বদলাচ্ছে জায়গার নাম। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে আরও একটি জেলা। যার নাম বদলের কথা ঘোষণা করে দিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী। কেন নাম বদল তাও জানিয়ে দিয়েছেন তিনি।

রাজ্যের কৃষক ও শ্রমিকদের জন্য কাজ করা রানির নামেই হতে চলেছে এই জেলার নাম। যাঁর ২৮ বছরের সাম্রাজ্যে অনেক তথাকথিত দরিদ্র মানুষ আরও ভাল জীবন পান। তাই তাঁর নামে জেলার নাম হবে শুনে সমবেতভাবে আনন্দে চিৎকার করে ওঠেন সেখানে উপস্থিত মানুষজন।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

১৭৬৭ সাল থেকে ১৭৯৫ সাল পর্যন্ত মহারাষ্ট্রে চলেছিল অহল্যাবাই হোলকারের শাসন। সে সময় তাঁর প্রজারা ছিলেন খুশি। মালওয়া দেখেছিল এক স্বর্ণযুগ। তাঁর নামেই এবার আহমেদ নগরের নাম যাচ্ছে বদলে। হয়ে যাচ্ছে অহল্যাবাই হোলকার নগর।

অহল্যাবাই হোলকারের ২৯৮ তম জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে এবং উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এই নাম বদলের কথা ঘোষণা করেন।

একনাথ শিণ্ডে জানান, আহমেদ নগর জেলার নাম বদলে অহল্যাবাই হোলকারের নামে রাখার ইচ্ছা ছিল স্থানীয় মানুষের মধ্যে। এবার সেটাই হতে চলেছে।

প্রসঙ্গত এর আগেই মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের নাম বদলে ছত্রপতি শম্ভাজিনগর করা হয়েছে। ওসমানাবাদের নাম হয়েছে ধারাশিব। স্বামী খাণ্ডেরাও হোলকারের মৃত্যুর পর তাঁর রাজপাট সামলাতে মালওয়ার সিংহাসনে বসেন ইতিহাস প্রসিদ্ধ রানি অহল্যাবাই হোলকার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *