National

পুরসভার আধিকারিকদের মুখে লঙ্কা গুঁড়ো ছুঁড়ে দিলেন মহিলা

পুর আধিকারিকদের লঙ্কা গুঁড়ো ছুঁড়ে আক্রমণ করলেন এক মহিলা। শুধু লঙ্কা গুঁড়ো বলেই নয়, ইট পাথরও তুলে ছুঁড়ে মারেন তিনি।

ফোন আসছিল ওই এলাকা থেকে। ফোনে অভিযোগ করা হচ্ছিল যে ওই এলাকায় একটি সরকারি জমি জোর করে দখল করে রেখেছে একটি পরিবার। এমনকি তারা প্রতিবেশিদের যাতায়াতের পথ পর্যন্ত আটকে রেখেছে।

একাধিক অভিযোগ পাওয়ার পর পুরসভার তরফে আধিকারিকদের পাঠানো হয় সেখানে। তাঁরা সেখানে গিয়ে দেখেন সত্যিই একটি পরিবার এভাবে সরকারি জমির কিছুটা অংশ দখল করে নিয়েছে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

বিষয়টি তাদের জানিয়ে নোটিস দেয় পুরসভা। কিন্তু সেসব তোয়াক্কা না করে পরিবারের এক মহিলা সদস্য লঙ্কা গুঁড়ো নিয়ে তেড়ে আসেন পুর আধিকারিকদের দিকে। তাঁদের লক্ষ্য করে লঙ্কা গুঁড়ো ছুঁড়ে দেন। শুধু লঙ্কা গুঁড়োই নয়, হাতের কাছে পাওয়া ইট পাথরও ছুঁড়তে থাকেন ওই মহিলা।

পুরসভার আধিকারিকরা এই ঘটনায় কিছুটা হতবাক হয়ে যান। কিন্তু কিছু বোঝার আগেই আরও এক ভয়ংকর কাজ করতে যান ওই মহিলা। তিনি একটি গ্যাস সিলিন্ডারে আগুন ধরিয়ে তাতে বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করেন।

এক মহিলা পুলিশকর্মী কোনওক্রমে তাঁকে ধরে ফেলায় আর বেশিদূর এগোতে পারেননি ওই মহিলা। কিন্তু বেআইনি দখলদারি উচ্ছেদ করতে গিয়ে যে এমন এক পরিস্থিতিতে পড়তে হবে তা স্বপ্নেও ভাবতে পারেননি পুর আধিকারিকরা।

সরকারি জমি জোর করে দখল করা এবং পুর আধিকারিকদের ওপর আক্রমণের অভিযোগে পুলিশ ওই পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মান্দসৌর জেলার ভাইসা পাহাড় এলাকায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *