National

প্রথম দিনেই মাঝপথে থমকে গেল লখনউ মেট্রো

ঘটা করে চালু হওয়া লখনউ মেট্রো প্রথম দিনেই হোঁচট খেল। যান্ত্রিক সমস্যার কারণে ১ ঘণ্টার জন্য মাঝপথে আটকে গেল মেট্রো। বাধ্য হয়ে যাত্রীদের আপৎকালীন দরজা দিয়ে বার করে আনা হয়। গত মঙ্গলবার লখনউ মেট্রোর উদ্বোধন করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। গর্বের সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, মেট্রো চালুর সঙ্গে সঙ্গে লখনউ এখন ভারতের এ-ওয়ান সিটিতে পরিণত হল।

৮টি স্টেশনের যাত্রাপথ নির্মাণে ৬ হাজার ৮৮০ কোটি টাকা খরচ হয়। অনেক স্বপ্ন নিয়ে গর্বে বুক ভরে অতি অল্প সময়ে ম্যাজিকের মত শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছতে চেয়েছিলেন লখনউবাসী। তাই উদ্বোধনের পরদিন সকালেই ট্রেনে উঠেছিলেন তাঁরা। এমনকি ছাত্রছাত্রীদের নিয়ে অভিভাবকরা চেয়েছিলেন দ্রুত স্কুলে পৌঁছতে। কিন্তু প্রথম দিনের সেই সফরই আতঙ্কের হয়ে রইল তাঁদের জন্য। মাঝপথে দাঁড়িয়ে গেল ট্রেন। বিদ্যুৎ নেই। কি করবেন কিছু বুঝে উঠতে পারছেন না। পরে তাঁদের ইমারজেন্সি এক্সিট দিয়ে বার করে আনা হয়।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *