National

স্বামী ব্যাঙ্কের চাকরি ছাড়ায় স্ত্রী বার হলেন চাকরি খুঁজতে, ফিরে আর ঘরে ঢুকতে পারলেননা

স্বামী ব্যাঙ্কে চাকরি করতেন। সচ্ছল জীবন ছিল। কিন্তু সেই চাকরি ছেড়ে দেন তিনি। ফলে স্ত্রী সংসারের হাল ধরতে চাকরির খোঁজে বার হন।

কলকাতায় একটি ব্যাঙ্কে চাকরি করতেন যুবক। সহকারী ম্যানেজারের পদে কর্মরত ছিলেন। বিয়েও করেছিলেন। তবে দম্পতি এখনও নিঃসন্তান।

২৮ বছরের মণীশ সিংয়ের স্ত্রীকে নিয়ে সংসার বেশ চলছিল। কিন্তু ব্যাঙ্কের ওই চাকরি ভাল লাগছিল না মণীশের। ব্যাঙ্কের চাকরি করতে অনীহা থেকে ক্রমে তিনি মানসিক অবসাদে চলে যেতে থাকেন।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

গত ফেব্রুয়ারি মাসে অবশেষে চাকরিটাই ছেড়ে দেন মণীশ। শুধু চাকরি ছাড়াই নয়, চাকরি ছেড়ে তিনি স্ত্রীকে নিয়ে কলকাতা ছেড়ে লখনউতে চলে আসেন।

সেখানে আদিল নগর এলাকায় একটি বাড়ি ভাড়া করে স্ত্রী সারিকাকে নিয়ে বসবাস শুরু করেন মণীশ। এদিকে স্বামীর চাকরি না থাকায় ক্রমে অর্থসংকট প্রকট হতে থাকে। ফলে চাকরি খুঁজতে বার হতে হয় সারিকাকে।

সারিকা পুলিশকে জানিয়েছেন তিনি চাকরির খোঁজে বার হয়েছিলেন। স্বামী মণীশ বাড়িতে একাই ছিলেন। তিনি বাড়ি ফিরে দেখেন ঘর ভিতর থেকে বন্ধ করা।

অনেক ডাকাডাকি করেও সাড়া পাননি সারিকা। এরমধ্যেই বাড়িওয়ালা চলে আসেন সেখানে। তিনি পুলিশে ফোন করেন। পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখে মণীশ সিং সিলিং থেকে গলায় ফাঁস দিয়ে ঝুলছেন।

মৃত মণীশের দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। স্ত্রী সারিকার বয়ানও রেকর্ড করেছে। তবে ঘর থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। অবসাদ থেকেই কি এই সুইসাইডের সিদ্ধান্ত? বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *