গয়নার দোকান থেকে হিরের নেকলেস চুরি করে পালাল ইঁদুর
গয়নার দোকানে ক্রেতাদের নজর কাড়তে অনেক গয়না সাজানো থাকে শো কেসে। তেমনই একটি দোকানে সাজানো হিরের নেকলেস নিয়ে পালাল ইঁদুর।
গয়নার দোকানে আগত ক্রেতাদের দিকে নজর থাকে দোকানের কর্মীদের। সিসিটিভি দিয়েও চলে নজরদারি। যাতে ক্রেতা সেজে এসে কেউ কিছু চুরি করে নিয়ে যেতে না পারে।
দোকানে তাঁদের গয়নার সম্ভার তাঁরা জানিয়েও রাখেন। যাতে ক্রেতারা এসে আকর্ষিত হন। এমনই একটি গয়নার দোকানে সাজানো ছিল ১টি হিরের নেকলেস।
হিরের নেকলেস মানে তার দাম নেহাত কম নয় তা অনুমেয়। সেই বহুমূল্য নেকলেস কিন্তু রাতারাতি চুরি হয়ে গেল। সিসিটিভিতে চোরকে দেখাও গেল। কীভাবে চুরি হয়েছে তাও দেখা গেল। কিন্তু এ চোরকে ধরা দুঃসাধ্য।
সিসিটিভিতে ধরা পড়েছে এক ইঁদুরের কাণ্ড। হিরের নেকলেসটি যে শোকেসে সাজানো ছিল সেই শোকেসের উপরের দিকে একটা ফাঁক। সেই ফাঁক দিয়ে একটি ইঁদুর ঢুকে আসে ভিতরে। তারপর নেকলেসটির দিকে বেশ কিছুটা সময় স্থির হয়ে চেয়ে থাকে সে।
এবার ফের দ্রুত সে পৌঁছে যায় নেকলেসটির পিছনের দিকে। নেকলেসের একটি অংশ ধরে সে সটান টান মারে। তারপর চোখের পলকে নেকলেসটি নিয়ে যে ফাঁক দিয়ে সে এসেছিল সেখান দিয়ে অদৃশ্য হয়ে যায়। পড়ে থাকে ফাঁকা শোকেস। নেকলেস উধাও।
ঘটনাটি ঘটেছে কেরালার কাসারগোড়ে একটি গয়নার দোকানে। যে ছবি ট্যুইটারে দেখার পর অনেকেই মজা করেছেন। অধিকাংশ নেটিজেনই অবশ্য একটি দিকেই ইঙ্গিত করেছেন। এটা ওই ইঁদুর তার স্ত্রীর জন্য নিয়ে গেছে। তাও আবার ভ্যালেন্টাইনস ডে-র আগে।