National

ভূস্বর্গে বেড়াতে যাওয়া পর্যটকদের মন জয় করে নিচ্ছেন স্থানীয়রা

অপার সৌন্দর্যের টানেই ভূস্বর্গে হাজির হন মানুষজন। সেখানে কিন্তু তাঁদের জন্য উপরি পাওনাও অপেক্ষা করে থাকে। পর্যটকদের মন জয় করে নেন স্থানীয়রা।

কাশ্মীর নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে হিমালয়ের অপার সৌন্দর্য, বরফের ঢাল, টিউলিপের বাগান, সবুজ উপত্যকা। সবটাই যেন হাতে আঁকা ছবি। সেই সৌন্দর্যের টানেই কাশ্মীরে হাজির হন দেশবিদেশের মানুষ।

কাশ্মীরে বেড়াতে যাওয়া সেসব পর্যটকদের জন্য কিন্তু অপেক্ষা করে থাকে উপরি পাওনা। ভারতের বেশ কিছু পর্যটনস্থলে বেড়াতে গিয়ে স্থানীয় কয়েকজন মানুষের হাতে অনেক সময় ঠকতে হয় পর্যটকদের। তেমন অভিযোগও সামনে আসে।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

সেখানে কাশ্মীরে বেড়াতে আসা এক হায়দরাবাদের ব্যক্তির ব্যাগ ভর্তি সোনার গয়না ফিরিয়ে দেওয়া বা ভোপাল থেকে বেড়াতে আসা কারও গাড়িতে ফেলে যাওয়া টাকা ভর্তি ব্যাগ তাঁকে ফিরিয়ে দিয়ে আসার উদাহরণ তৈরি করেন কাশ্মীরের স্থানীয়রা। পর্যটকদের সঙ্গে তাঁদের ব্যবহার বাইরে থাকা পর্যটকদের মুগ্ধ করে। তাঁদের সততা অবাক করে অনেককে।

কেউ যখন অচেনা কোথাও বেড়াতে যান তখন তিনি স্থানীয়দের ওপর কিছুটা হলেও ভরসা করতে চান। সেখানেই অনেক জায়গায় যেখানে সমস্যায় পড়তে হয় সেখানে কাশ্মীরে নিশ্চিন্তে বেড়ানোয় মন দিতে পারেন পর্যটকরা।

অতিথি আপ্যায়ন, তাঁদের সম্মান জানানো, তাঁদের বেড়ানো ও দেখার জায়গা নিয়ে সঠিক পরামর্শ দেওয়া, যানবাহনে যাতায়াত করলে অতিরিক্ত অর্থ আদায়ের চেষ্টা না করার মধ্যে দিয়ে কাশ্মীরের মানুষজন প্রতিদিন মন জয় করে চলেছেন পর্যটকদের। ফলে পর্যটকরা নিজেরা তো ফিরে ফিরে আসতে চাইছেনই, সেইসঙ্গে অন্যদেরও ভরসা দিচ্ছেন কাশ্মীরে যেতে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *