National

পড়ুয়াদের জন্য সামনে এল চাকা লাগানো ক্লাসরুম

পড়াশোনার প্রয়োজন নতুন করে বলার অপেক্ষা রাখে না। যারা পড়তে পারেনা, তাদের পড়ার ব্যবস্থা করে পুরসভাও। এবার পড়ুয়াদের জন্য এল চাকা লাগানো ক্লাসরুম।

রাস্তায় যেসব পথ শিশু ঘুরে ঘুরে ভিক্ষা করে তাদের পড়ানোর ব্যবস্থা যেমন অনেক এনজিও করে থাকে। তেমনই করে পুরসভাও। কিছু মানুষ ব্যক্তিগত উদ্যোগেও এগিয়ে আসেন শিক্ষা দান করতে।

কিন্তু পড়াতে গেলে একটা জায়গা তো দরকার। সবচেয়ে ভাল হয় একটি ক্লাসরুম পেলে। এবার সেই রাস্তায় হাঁটল এক পুরসভা। ভিক্ষা করে ঘুরে বেড়ানো পথ শিশুদের একত্র করে তাদের শিক্ষাদানের ব্যবস্থা করল তারা। আর তা করা হল বিশেষ ক্লাসরুমে। যে ক্লাসরুমের চাকা আছে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

উত্তরপ্রদেশ স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের নিয়ম হল তাদের একটি বাস যদি ১০ বছর যাত্রা করে ফেলে এবং বাসটি যদি ১১ লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে থাকে, তাহলে তা আর যাত্রী পরিবহণে ব্যবহার হবে না। তা বিক্রি করে দেওয়া হয়। তাও আবার কেনা দামের মাত্র ১৫ শতাংশ দামে।

তেমনই একটি বাস কিনে নিল লখনউ পুরসভা। তবে লখনউ পুরসভার হাতে বাসটি তুলে দেওয়ার আগে সেটিকে কিছুটা হলেও ঝেড়েঝুড়ে সাফ করে দেয় পরিবহণ দফতর।

পরিবহণ দফতরের কাছ থেকে বাসটি কেনার পর পুরসভা সেটিকে একটি ক্লাসরুমের রূপ দেয়। একটি জায়গায় বাসটি দাঁড়িয়ে থাকে।

এখন সেটি একটি বাস নয়, একটি স্কুল। যেখানে পথ শিশুরা শিক্ষা গ্রহণ করে। প্রতিদিন নিয়ম করে সেখানে ক্লাস বসে। চলে পড়াশোনা। চাকা থাকা ক্লাসরুমে পড়তে আসার উৎসাহও চোখে পড়ার মতন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *