National

৩৮ বছর অপেক্ষার পর অবশেষে উপহার হাতে পেল রাজ্য

ইচ্ছা পূরণ হতে লেগে গেল ৩৮টা বছর। অবশেষে আশা পূর্ণ হল। রাজ্য পেল তাদের বহু কাঙ্ক্ষিত উপহার।

প্রয়োজন থাকলেও ৩৮ বছর ধরে শুধু অপেক্ষাতেই দিন কেটেছে। মাঝে বদলেছে সরকার। ক্ষমতার হাতবদল হয়ে অনেক কিছু বদলেছে, কিন্তু এই ইচ্ছাপূরণটুকু হয়নি। অথচ যার দরকার ছিল ৩৮ বছর আগেই।

১৯৮৪ সালের কথা। সে বছর ভোপাল গ্যাস লিক শুধু ভারত নয়, গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। যার প্রভাবে ৩ ডিসেম্বর অর্থাৎ ঘটনার দিন ২ হাজার ২৫৯ জনের মৃত্যু হয়। ১ সপ্তাহের মধ্যে মৃত্যু হয় প্রায় ৮ হাজার মানুষের।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

গ্যাস লিকের ফলে সবচেয়ে বড় সমস্যা হয়েছিল শ্বাসকষ্ট। সেই শ্বাসকষ্ট শুধু সেই সময় নয়, তার পরেও বহুকাল মানুষকে কষ্ট দিয়েছে। এখনও বহু মানুষ সেখানে শ্বাসকষ্টে ভোগেন।

ফলে দরকার ছিল একটি শ্বাসপ্রশ্বাসের সমস্যা নিবারণের জন্য স্পেশালিটি হাসপাতাল। সেটা গত ৩৮ বছর ধরে চেয়েও মধ্যপ্রদেশ পায়নি।

অবশেষে সেই আশা পূরণ হল। মধ্যপ্রদেশের ভোপালে তৈরি হল একটি কেবলমাত্র শ্বাস সংক্রান্ত সমস্যার চিকিৎসার জন্য স্পেশালিটি হাসপাতাল।

এর আগে একটি টিবি হাসপাতালে একটি জায়গা আলাদা করে শ্বাস সংক্রান্ত সমস্যার চিকিৎসা হত। এই প্রথম মধ্যপ্রদেশে কোনও শ্বাস সংক্রান্ত সমস্যার হাসপাতাল তৈরি হওয়ায় সেখানকার মানুষ ভীষণই উপকৃত হলেন।

এই হাসপাতালে ১৫০ জন থেকে ২০০ জনের চিকিৎসা সম্ভব। এখনও ভোপালে গ্যাস লিক থেকে শারীরিক সমস্যার শিকার মানুষ অনেক রয়েছেন। তাঁদের চিকিৎসার জন্য এই হাসপাতালের পাশাপাশি আরও ৫টি হাসপাতালে যেমন চিকিৎসা চলছিল তা চলবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *