National

১৪ হাজার ফুট উঁচুতে বরফের খাঁজে ৫ দিন ধরে আটকে ২ পর্বতারোহী

পাহাড়ে চড়ার নেশায় হাজির হয়েছিলেন তাঁরা। পাড়ি দিয়েছিলেন দুধ সাদা বরফের পাহাড়ে। ১৪ হাজার ফুট উচ্চতায় পৌঁছে তাঁরা গেলেন আটকে।

কালিহেনি পাস পার করে তাঁরা ২ জন পৌঁছন বারা ভাঙ্গাল। সামনে তখন হিমালয়ের পর্বতের সারি। সবই বরফে ঢাকা। আর কিছুদিন পরে আর ওঠার মত পরিস্থিতিই থাকবেনা। তার আগে তাঁরা একটি পাহাড়ে চড়তে শুরু করেন।

১৪ হাজার ফুট উঁচুতে পৌঁছেও যান। কিন্তু সেখান থেকে আর এগোতে পারেননি। এগোতে তো পারেনইনি, এমনকি পিছিয়ে আসতেও আর পারেননি।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

পরিস্থিতি প্রতিকূল হয়ে ওঠায় তাঁরা বরফের পুরু চাদরে ঢাকা দেবী কি মারহি ২-তে আটকে যান। হিমাচল প্রদেশের কাঙরা জেলার বারা ভাঙ্গালের বরফ ঢাকা পাহাড়ের খাঁজে তাঁরা অপেক্ষায় থাকেন কখন আবহাওয়া অনুকূল হবে। তাঁরা ফিরে আসবেন। কিন্তু দিন যায়, রাত হয়। ফের দিন হয়। কিন্তু পরিস্থিতি বদলায় না।

বেলজিয়াম থেকে হিমালয়ের টানে হাজির হওয়া গিট ও স্নেহা আটকেই থাকেন ওই বরফের খাঁজে। চরম আবহাওয়ার মধ্যেই তাঁরা এসওএস মেসেজ পাঠাতে থাকেন। তাঁদের যেন ওখান থেকে বাঁচানো হয়। উদ্ধার করা হয়।

৫ দিন ধরে সেখানে আটকে রয়েছেন তাঁরা। বরফ থেকে অন্ধত্ব গ্রাস করেছে স্নেহাকে। ৫ দিন পরেও তিনি কিছু দেখতে পাচ্ছেন না। ২টি মানুষ ১৪ হাজার ফুট উঁচুতে প্রবল ঠান্ডায় বরফের খাঁজে আটকে পড়ে আছেন। বেঁচে থাকার লড়াই চালাচ্ছেন।

বিষয়টি জানার পর হিমাচল সরকার নড়েচড়ে বসেছে। ২ পর্বতারোহীকে উদ্ধার করতে ভারতীয় বায়ুসেনার সাহায্য চাওয়া হয়েছে।

কারণ যেখানে ওই ২ জন আটকে রয়েছেন সেখান থেকে তাঁদের উদ্ধার করা পায়ে হেঁটে গিয়ে সম্ভব নয়। উদ্ধার করতে গেলে আকাশপথেই তা করতে হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *