National

শুরু হয়ে গেল দিওয়ালীর প্রস্তুতি, অমাবস্যার অন্ধকার মুছবে সাড়ে ১৪ লক্ষ মাটির প্রদীপ

দিওয়ালীর প্রস্তুতি এখন থেকেই শুরু হয়ে গেল। দিওয়ালীর রাতকে আলোয় আলোয় ভরিয়ে দিতে রেকর্ড ভাঙা উদ্যোগ শুরু হল জোরকদমে।


২৩ অক্টোবর দিওয়ালী। এখনও ২ মাসের ওপর বাকি। তবে এখন থেকেই দিওয়ালীর প্রস্তুতি শুরু হয়ে গেল। দিওয়ালীর রাতকে আরও আলোকময় করে তুলতে সাড়ে ১৪ লক্ষ মাটির প্রদীপ তৈরি হচ্ছে। যা একসঙ্গে জ্বলে উঠবে নদীর পাড়ে।


সাড়ে ১৪ লক্ষ প্রদীপের আলো যে দীপাবলির রাতকে আর অন্ধকার থাকতে দেবে না তা বলাই বাহুল্য। অমাবস্যার অন্ধকার মুছে সন্ধে নামলেই জ্বলে উঠবে এই রেকর্ড ভাঙা সংখ্যার মাটির প্রদীপ। এই দীপোৎসব দেখতে বহু দূর দূর থেকে মানুষ হাজির হবেন শহরে।


২০১৭ সাল থেকে শুরু হয় এই দীপোৎসব উৎসব। এবার তার ষষ্ঠ বছর। অযোধ্যা শহরের গা দিয়ে বয়ে গেছে সরযূ নদী। এই সরযূ নদীর ধারেই প্রতিবছর হয় দীপোৎসব।

দিওয়ালীর রাত এখানে আলোয় আলোয় ভরে ওঠে। গত বছর সাড়ে ৭ লক্ষ মাটির প্রদীপ আলোকিত করে তুলেছিল গোটা চত্বর। এবার সেই মাটির প্রদীপের সংখ্যা বেড়ে হচ্ছে সাড়ে ১৪ লক্ষ। ফলে অনুমেয় যে এবার আলোর ছটা আরও কতটা আলোকময় করতে চলেছে চারধার।


এই দীপোৎসবে অংশ নিতে গত ২ বছরে সেভাবে মানুষ আসতে পারেননি। নানা বিধিনিষেধও ছিল। এবার কিন্তু দিওয়ালীতে অযোধ্যা শহরের এই ঝলমলে আলোর উৎসব দেখতে বহু পর্যটকের ভিড় আশা করছে প্রশাসন।


দীপাবলির এই উৎসবকে সফল করতে এখন থেকেই প্রশাসনিক তরফে উদ্যোগ শুরু হয়ে গেছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই দীপোৎসবের সূচনা করেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *