National

পেনসিল, রবারেরও দাম বাড়ায় দুঃখের কথা জানিয়ে প্রধানমন্ত্রীকে করুণ চিঠি প্রথম শ্রেণির ছাত্রীর

পেনসিল, রবারেরও দাম বেড়েছে। দাম বেড়ে ম্যাগির। তাই মন খারাপ ছোট্ট মেয়েটার। সে তাই নিজের দুঃখের কথা জানিয়ে চিঠি লিখল প্রধানমন্ত্রীকে।

পেনসিল, রবারেরও দাম বেড়েছে। দাম বেড়েছে ম্যাগিরও। তাই তার খুব অসুবিধা হচ্ছে। তার পেনসিল তার বন্ধুরা অনেক সময় চুরি করে নেয়। এদিকে বাড়িতে পেনসিল, রবাবর চাইলে মা দাম বেড়েছে বলে জানিয়ে বকছে।

পেনসিল চাইলে মায়ের কাছে মার খেতে হচ্ছে। সেক্ষেত্রে সে কি করবে? প্রধানমন্ত্রী এভাবে পেনসিল, রবারের দাম বাড়িয়েছেন কেন সে প্রশ্নও তুলেছে ওই ৬ বছরের বালিকা।

প্রথম শ্রেণির ওই ছাত্রীর ম্যাগির দাম বৃদ্ধি নিয়েও একরাশ অভিযোগ রয়েছে। প্রসঙ্গত ছোটদের পছন্দের খাবারের তালিকায় ম্যাগি অবশ্যই পড়ে।

উত্তরপ্রদেশের কনৌজ জেলার ছিব্রামাউ এলাকার বাসিন্দা কৃতি দুবে নামে ওই বালিকা হিন্দিতে এই চিঠি লিখেছে। তার বাবা পেশায় একজন আইনজীবী। তিনি জানিয়েছেন, তাঁর মেয়ে নিজের মন কি বাত বা মনের কথা প্রধানমন্ত্রীকে জানিয়েছে।

কয়েকদিন আগে স্কুলে পেনসিল হারিয়ে আসায় তার মা তাকে বকাবকি করেন। সেজন্য একটা ক্ষোভ তার ছিল। এদিকে এই চিঠির কথা সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

স্থানীয় এসডিএম জানিয়েছেন, তিনিও ওই বালিকার প্রধানমন্ত্রীকে চিঠি লেখার কথা সোশ্যাল মিডিয়া থেকেই জানতে পারেন। তিনি এও জানিয়েছেন, তিনি ওই প্রথম শ্রেণির ছাত্রীকে এক্ষেত্রে সাহায্য করতে প্রস্তুত।

বালিকার চিঠিও যাতে সঠিক জায়গায় পৌঁছয় তা তিনি নজর রাখবেন বলে জানিয়েছেন এসডিএম। আপাতত এই ছোট্ট মেয়েটার চিঠি চর্চার তুঙ্গে। পেনসিল, রবাবের দাম বৃদ্ধি নিয়েও নতুন করে সরব হয়েছেন অনেকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *