National

দয়া করে ওকে ঠিক করে খাওয়াবেন, টুইঙ্কলের জন্য চোরদের কাছে আবেদন তরুণীর

তাঁর প্রাণাধিক প্রিয় পোষ্যকে চুরি করা হয়েছে তাঁর আবাসনের সামনে থেকেই। পোষ্যকে ফিরিয়ে দেওয়ার আবেদন করেছেন তরুণী। সেইসঙ্গে তাকে খাওয়ানোরও অনুরোধ করেছেন।

দেখলে মনে হবে ছোট্ট একটি কুকুর। কিন্তু তার বয়স ৮ বছর পার করেছে। চোখে ভাল দেখতে পায়না। এছাড়াও কুকুরটির অন্য শারীরিক সমস্যা আছে। সেসব সামলে তাকে সুস্থ কীভাবে রাখতে হবে তা তাঁর জানা হলেও অন্যের পক্ষে তা জানা বা সামাল দেওয়া সম্ভব নয় বলেই মনে করেন ওই তরুণী।

পেশায় মডেল ওই তরুণী তাই সোশ্যাল মিডিয়া মারফত অচেনা চোরদের কাছে আবেদন করেছেন, তারা যেন তাকে ঠিক করে খাওয়ায়। কারণ তাঁর কুকুরটি চোখে ভাল দেখে না। তাঁর মায়ের হাতেই সে খেতে পছন্দ করে।

চোরদের কাছে তাঁর আরও আবেদন তারা যেন পোষ্যটিকে তাঁর কাছে ফিরিয়ে দেয়। তাঁর বাড়ি চোরদের জানা। সেখানেই যেন তারা তাঁর পোষ্যকে ফিরিয়ে দিয়ে যায়।

ইতিমধ্যেই আবাসনের সিসিটিভি ফুটেজ পুলিশের কাছে জমা দিয়েছেন ওই মডেল। সেই ফুটেজে এক অচেনা ব্যক্তি তাঁর কুকুরটিকে তুলে নিয়ে যাচ্ছে বলেও দেখা গেছে। শি জু প্রজাতির কুকুরটির নাম টুইঙ্কল।

তাঁর সেই ভালবাসার টুইঙ্কলকে হারিয়ে মানসিক দিক থেকেও ভেঙে পড়েছেন ওই তরুণী মডেল নিরুষা রবি। কর্ণাটকের বেঙ্গালুরু শহরেই তাঁর বাস। সেখানেই তিনি তাঁর পেশা সামলান। সঙ্গে সামলান তাঁর পোষ্যকে।

টুইঙ্কল তাঁদের পরিবারের একজন বলেও মনে করেন নিরুষা। এদিকে পুলিশ নিরুষা রবির অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে চোরের হদিশ পাওয়ার চেষ্টা করছে তারা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *