National

শিক্ষককে জড়িয়ে ধরে কেঁদে ভাসাল গোটা স্কুল

ক্লাস হচ্ছেনা। কারণ ছাত্রছাত্রীরা তাদের এক শিক্ষককে জড়িয়ে ধরে কেঁদেই চলেছে। শিক্ষক তাদের বোঝানোর আপ্রাণ চেষ্টা চালালেও ছাত্রছাত্রীদের চোখের জল থামছে না।

এমন এক আবেগপূর্ণ দৃশ্য দেখে অনেক অভিভাবকও তাঁদের চোখের জল আটকাতে পারেননি। পুরো স্কুলের ছাত্রছাত্রীরা জড়িয়ে ধরেছে তাদের এক শিক্ষককে। কেঁদেই চলেছে তারা। তাদের চোখের জল বাঁধ মানছে না।

কেউ শিক্ষকের গলা জড়িয়ে কেঁদে চলেছে, কেউ শিক্ষককে কোমর থেকে জড়িয়ে রয়েছে। ছাত্রছাত্রীদের অনেক করে বোঝানোর চেষ্টা চালাচ্ছেন ওই শিক্ষক। বলছেন, দ্রুত তিনি তাদের কাছে ফিরবেন। তারা যেন ভাল করে পড়াশোনা করে। কিন্তু তাদের স্যারকে তারা কিছুতেই ছাড়বে না।

এই আবেগঘন দৃশ্য এখন ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। উত্তরপ্রদেশের চান্দাউলির রায়গড় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিবেন্দ্র সিংকে অন্য স্কুলে বদলি করা হয়েছে। তাই বর্তমান স্কুলে ছিল তাঁর শেষ দিন।

যুবা শিবেন্দ্র সিং স্কুলে অত্যন্ত জনপ্রিয় ছিলেন তাঁর অন্যভাবে ছাত্রছাত্রীদের পড়ানোর জন্য। খেলার ছলে পড়া, ছাত্রছাত্রীদের সঙ্গে মিশে যাওয়া তাঁকে ছাত্রছাত্রীদের কাছে প্রিয় স্যার করে তুলেছিল।

সেই স্যার স্কুলে আর আসবেন না এটা তারা মেনে নিতে পারছিলনা। স্কুলটিতে যাতে আরও ছাত্রছাত্রী পড়তে আসে সেজন্যও শিবেন্দ্র সিং নানা ভাবে চেষ্টা চালিয়ে গেছেন। তাতে কাজও হয়।

এখন রায়গড় প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া সংখ্যা অনেক বেড়েছে। আর তার কারণ শিবেন্দ্র সিংয়ের চেষ্টা। ২০১৮ সালে এই স্কুলে যোগ দেন তিনি। ইতিমধ্যেই তিনি স্কুলের পড়ুয়াদের জন্য সবচেয়ে পছন্দের স্যার হয়ে ওঠেন তাঁর স্বভাবের জন্য। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *